Here is all you need to know about newly launched smartphone Xiaomi Redmi Note 5 Pro dgtl
বাজারে এল রেডমির নোট ৫ প্রো, জেনে নিন ফিচার
দুর্দান্ত ফিচার আর আকর্ষণীয় অফার নিয়ে ভারতের বাজারে এল স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শাওমি-এর ফোর-জি স্মার্টফোন রেডমি নোট ৫ প্রো। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে খুঁটিনাটি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
দুর্দান্ত ফিচার আর আকর্ষণীয় অফার নিয়ে ভারতের বাজারে এল স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শাওমি-এর ফোর-জি স্মার্টফোন রেডমি নোট ৫ প্রো।
০২০৭
রেডমি নোট ৫ প্রো-এ রয়েছে উচ্চমানের ৫.৯৯ ইঞ্চি এফএইচডি, ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। সঙ্গে রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর।
০৩০৭
এই ফোনের দু’টি ভার্সনে রয়েছে ৪ এবং ৬ জিবি র্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল মেমোরি আরও ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
০৪০৭
ফাইটার এফ২-তে রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এলইডি ফ্ল্যাশের সঙ্গে এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দু’টি ক্যামেরাতেই রয়েছে বিউটিফাই ৪.০ টেকনোলজি। যার মাধ্যমে এই ক্যামেরাতে তোলা ছবিগুলি আরও সুন্দর হয়ে উঠবে বলে দাবি সংস্থার।
০৫০৭
এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড নুগাট ৭.১.২ অপারেটিং সিস্টেম আর চার হাজার এমএএইচ ব্যাটারি।
০৬০৭
৬ জিবি র্যাম-সহ এই ফোনের দাম ১৬ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র্যাম-সহ এই ফোনের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।
০৭০৭
রিলায়্যান্স জিওর গ্রাহকরা এই ফোন কিনলে পাবেন ২২০০ টাকা ক্যাশব্যাক আর ১০০% বেশি ফোর-জি ডেটা।