Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Science News

আইফোন এক্স, নোকিয়া ৮ নাকি গ্যালাক্সি ৮, দেখে নিন কার কী ফিচার

এটা না ওটা? এতগুলো ভাল ভাল নতুন মোবাইলের চক্করে একটু দ্বিধাগ্রস্থ? তা হলে নতুন ফোন কেনার আগে গ্যালারি থেকে জেনে নিন কোন ফোনের কী ফিচার?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫০
Share: Save:
০১ ০৭
স্ক্রিন সাইজ:
আইফোন এক্স- ৫.৮ ইঞ্চি।
নোকিয়া ৮- ৫.৭ ইঞ্চি।
স্যামস্যাং গ্যালাক্সি এস ৮- ৫.৮ ইঞ্চি।

স্ক্রিন সাইজ: আইফোন এক্স- ৫.৮ ইঞ্চি। নোকিয়া ৮- ৫.৭ ইঞ্চি। স্যামস্যাং গ্যালাক্সি এস ৮- ৫.৮ ইঞ্চি।

০২ ০৭
স্ক্রিন রেজলিউশন:
আইফোন এক্স- ২,৪৩৬*১,১২৫ পিক্সেল।
নোকিয়া ৮- ১৪৪০*২৫৬০ পিক্সেল।
স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ১৪৪০*২৯৬০ পিক্সেল।

স্ক্রিন রেজলিউশন: আইফোন এক্স- ২,৪৩৬*১,১২৫ পিক্সেল। নোকিয়া ৮- ১৪৪০*২৫৬০ পিক্সেল। স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ১৪৪০*২৯৬০ পিক্সেল।

০৩ ০৭
স্ক্রিন টাইপ:
আইফোন এক্স- সুপার রেটিনা ওএলইডি
নোকিয়া ৮- আইপিএস এলসিডি
স্যামস্যাং গ্যালাক্সি এস৮- সুপার আমোলেড

স্ক্রিন টাইপ: আইফোন এক্স- সুপার রেটিনা ওএলইডি নোকিয়া ৮- আইপিএস এলসিডি স্যামস্যাং গ্যালাক্সি এস৮- সুপার আমোলেড

০৪ ০৭
ইন্টারনাল স্টোরেজ:
আইফোন এক্স- ৬৪ এবং ২৫৬ জিবি
নোকিয়া ৮- ৬৪ জিবি
স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ৬৪ জিবি

ইন্টারনাল স্টোরেজ: আইফোন এক্স- ৬৪ এবং ২৫৬ জিবি নোকিয়া ৮- ৬৪ জিবি স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ৬৪ জিবি

০৫ ০৭
ক্যামেরা:
আইফোন এক্স- ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
নোকিয়া ৮- ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 
স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ক্যামেরা: আইফোন এক্স- ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নোকিয়া ৮- ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

০৬ ০৭
র‌্যাম:
নোকিয়া ৮- ৪ জিবি
স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ৪ জিবি

র‌্যাম: নোকিয়া ৮- ৪ জিবি স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ৪ জিবি

০৭ ০৭
দাম:
ভারতে আইফোন এক্স- দাম শুরু ৮৯ হাজার থেকে।
নোকিয়া ৮- ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪,৯০০ টাকা।
স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ৫৭,৯০০ টাকা।

দাম: ভারতে আইফোন এক্স- দাম শুরু ৮৯ হাজার থেকে। নোকিয়া ৮- ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪,৯০০ টাকা। স্যামস্যাং গ্যালাক্সি এস৮- ৫৭,৯০০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE