Mummy the Sleeping Beauty blinks everyday but why? dgtl
Rosalia Lombardo
এই ছোট্ট মমি প্রতি দিনই চোখ পিটপিট করে তাকায়, কেন জানেন?
দু’বছরের ফুটফুটে একটি মেয়ে। নিউমোনিয়ায় আক্রান্তে মারা যায়। মেয়েকে সারা ক্ষণ বুকে করে আগলে রাখতেন তার বাবা। কিন্তু, এ ভাবে মেয়ে চলে যাবে মেনে নিতে পারেননি তিনি। নিয়ম অনুযায়ী মেয়েকে সমাধি করা হোক, এটাও চাননি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ১৩:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
ইতালির পালেরমোতে ১৯১৮ সালে ১৩ ডিসেম্বর জন্ম হয় রোসালিয়া লম্বার্দোর। দু’বছরের মাথায় ডিসেম্বরতেই নিউমোনিয়ায় মারা যায় সে।
০২০৮
মেয়ের মৃত্যুতে গভীর শোক পান বাবা মারিয়ো লম্বার্দো। কিন্তু মেয়েকে ফিরে পেতে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। বিখ্যাত মমি সংরক্ষণকারী আলফ্রাদো সালাফিয়া তাঁকে আশ্বস্ত করেন মেয়েকে ফিরিয়ে দেবেন তিনি।
০৩০৮
২০০৯ সালে এক্স-রে করে দেখে গিয়েছে, ৯০ বছর পরেও রোসালিয়ার শরীরের ভিতর সব অঙ্গ এখনও অক্ষত।
০৪০৮
শুধু রোসালিয়া নয়, এ রকম প্রায় ৮ হাজার মানুষকে মমি করে রেখেছিলেন তাঁর সংগ্রহশালায়। কিন্তু এমন অক্ষত এবং তাজা ছিল কী ভাবে, সেই রহস্য কোনও দিনই প্রকাশ করেননি আলফ্রেদো।
০৫০৮
২০০৯ সালে গবেষক পায়োমবিনো-ম্যাসক্যালি একটি পাণ্ডুলিপি খুঁজে পান। সালাফিয়ার হাতের লেখায় ওই পাণ্ডুলিপিতে লিখে গিয়েছিলেন কী কী কেমিক্যাল মেশানো হয়েছিল। গিলিসারনি, ফর্মালিন, জিঙ্ক সালফেট এবং ক্লোরাইড, সালিসাইলিক অ্যাসিডের মতো বিভিন্ন যৌগের উল্লেখ আছে ওই পাণ্ডুলিপিতে।
০৬০৮
কিন্তু রোসালিয়াকে ঘিরে বিশ্বের বিস্ময় অন্য জায়গায়। সে নাকি প্রতি দিনই চোখ পিটপিট করে। ২০০৯ সালে এই খবর প্রকাশ পায়। তার পর থেকে তাকে দেখার জন্য প্রতি দিন ভিড় উপচে পড়ছে ইতালির পালেরমোয় কাপুচিন ক্যাটাকম্বস-এ।