গরম জলে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল ফেলে ভেপার নিন। চেষ্টা করুন প্রতিদিনের রুটিনে এই অভ্যাস রাখার। এতে শ্বাসনালী পরিস্কার থাকবে।
০৮০৯
দুপুর ৩টে থেকে ৫টার মধ্যে ঘরের জানলা খুলে দিন। এই সময় বাতাসে পিএম ২.৫-এর সূচক অনেক কম থাকে।
০৯০৯
জানেন কী? মিষ্টি গুড় আমাদের ফুসফুসকে তরতাজা রাখে। প্রতিদিনের ডায়েটে গুড় খেতে ভুলবেন না। পারলে চিনির বিকল্প হিসেবে একে ব্যবহার করুন। বেশি করে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ফল ও শাকসবজি খান।