The Way You Swipe Your Smartphone Reveals Your Personality dgtl
Smartphone
স্মার্টফোন সোয়াইপ করার ধরনই বলে দেয় আপনার ব্যক্তিত্ব
স্মার্টফোন কী ভাবে সোয়াইপ করেন আপনি? ডান দিক থেকে বাঁ দিকে নাকি বাঁ দিক থেকে ডান দিকে? ভাবছেন এটাও কি একটা ভাবার মতো বিষয় নাকি? অবশ্যই ভাবার মতো বিষয়।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
স্মার্টফোন কী ভাবে সোয়াইপ করেন আপনি? ডান দিক থেকে বাঁ দিকে নাকি বাঁ দিক থেকে ডান দিকে? ভাবছেন এটাও কি একটা ভাবার মতো বিষয় নাকি? অবশ্যই ভাবার মতো বিষয়। কারণ মনোবিদরা জানাচ্ছেন সোয়াইপ করার ধরন নাকি জানান দেয় আপনার ব্যক্তিত্বের।
০২০৬
যদি আপনি নীচ থেকে উপর দিকে সোয়াইপ করেন তা হলে আপনি খুবই আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ। আপনার মুড সুইংয়ের সমস্যা রয়েছে। তবে আপনি খুবই স্নেহপ্রবণ।
০৩০৬
যদি আপনার উপর থেকে নীচের দিকে সোয়াইপ করার অভ্যাস হয় তা হলে আপনি তর্কবাগীশ এবং সামাজিক চরিত্রের মানুষ।
০৪০৬
যদি আপনি ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করে থাকেন তা হলে আপনার কৌতূক বোধ প্রবল। আপনি খুবই বাস্তববাদী।
০৫০৬
যদি আপনি বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করেন তা হলে আপনি একজন সৃজনশীল মানুষ। সেই সঙ্গেই অন্তর্মুখী এবং বুঝদার।
০৬০৬
আপনি যদি ফোন সোয়াইপ করতে দুই হাত ব্যবহার করেন তা হলে আপনি খুবই ব্যস্ত মানুষ এবং সময় নষ্ট করতে একেবারেই পছন্দ করেন না।