০১ নভেম্বর ২০২৪
Life style

সুদূর অতীতেও ছিল কন্ডোম, সম্ভবত খ্রিস্ট পূর্বাব্দেও!

এমনকী ১১ হাজার খ্রিস্টপূর্বাব্দে ফান্সের গুহাচিত্রে কন্ডোম ব্যবহারের প্রথম নিদর্শন রয়েছে বলে দাবি করেছেন একাধিক ইতিহাসবিদ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ১৩:২৭
Share: Save:
০১ ০৯
কন্ডোম নিয়ে রাখঢাক কাটাতে এবং তার ব্যবহারের সুফল সম্বন্ধে জানাতে সচেতনতার প্রচার চালানো হচ্ছে বহু দিন ধরেই। তবে জানেন কি কন্ডোমের ব্যবহার বা আবিষ্কার এই আধুনিক যুগে হয়নি। ইতিহাসেও এর প্রমাণ মেলে। তখনও জন্ম নিয়ন্ত্রণ এবং যৌন রোগ থেকে বাঁচতে কন্ডোমের ব্যবহার ছিল। এমনকী ১১ হাজার খ্রিস্টপূর্বাব্দে ফান্সের গুহাচিত্রে কন্ডোম ব্যবহারের প্রথম নিদর্শন রয়েছে বলে দাবি করেছেন একাধিক ইতিহাসবিদ।

কন্ডোম নিয়ে রাখঢাক কাটাতে এবং তার ব্যবহারের সুফল সম্বন্ধে জানাতে সচেতনতার প্রচার চালানো হচ্ছে বহু দিন ধরেই। তবে জানেন কি কন্ডোমের ব্যবহার বা আবিষ্কার এই আধুনিক যুগে হয়নি। ইতিহাসেও এর প্রমাণ মেলে। তখনও জন্ম নিয়ন্ত্রণ এবং যৌন রোগ থেকে বাঁচতে কন্ডোমের ব্যবহার ছিল। এমনকী ১১ হাজার খ্রিস্টপূর্বাব্দে ফান্সের গুহাচিত্রে কন্ডোম ব্যবহারের প্রথম নিদর্শন রয়েছে বলে দাবি করেছেন একাধিক ইতিহাসবিদ।

০২ ০৯
তবে আধুনিক কন্ডোমের থেকে তা ছিল অনেকটাই আলাদা। কখনও পশুর শিং, পশুর চামড়া, খাদ্যনালী আবার কখনও বা ধাতব আস্তরণ কন্ডোমের কাজ করত। কী ভাবে ব্যবহার শুরু হল কন্ডোমের? কন্ডোমের ইতিহাস দেখে নিন গ্যালারির পাতায়।

তবে আধুনিক কন্ডোমের থেকে তা ছিল অনেকটাই আলাদা। কখনও পশুর শিং, পশুর চামড়া, খাদ্যনালী আবার কখনও বা ধাতব আস্তরণ কন্ডোমের কাজ করত। কী ভাবে ব্যবহার শুরু হল কন্ডোমের? কন্ডোমের ইতিহাস দেখে নিন গ্যালারির পাতায়।

০৩ ০৯
পঞ্চদশ শতকে গ্ল্যানস কন্ডোমের ব্যবহার শুরু হয়। ওই সময়ে এশিয়ার বিভিন্ন দেশে এর ব্যবহারের প্রমাণ মেলে। সাধারণত উচ্চ শ্রেণির মানুষদের মধ্যেই জন্ম নিয়ন্ত্রণের জন্য এই কন্ডোমের প্রচলন ছিল।

পঞ্চদশ শতকে গ্ল্যানস কন্ডোমের ব্যবহার শুরু হয়। ওই সময়ে এশিয়ার বিভিন্ন দেশে এর ব্যবহারের প্রমাণ মেলে। সাধারণত উচ্চ শ্রেণির মানুষদের মধ্যেই জন্ম নিয়ন্ত্রণের জন্য এই কন্ডোমের প্রচলন ছিল।

০৪ ০৯
এই ক্ষেত্রে কিছু একটা ধাতব বর্ম পেনিসের মুখে পরিয়ে দেওয়া হত। সাধারণত সোনার আস্তরণ পরানো হত। চিনে আবার সিল্ক কাগজ বা ভেড়ার খাদ্যনালী দিয়ে কন্ডোম বানানো হত। জাপানে কচ্ছপের খোল এমনকী অনেক ক্ষেত্রে পশুর শিং দিয়েও তৈরি করা হত কন্ডোম।

এই ক্ষেত্রে কিছু একটা ধাতব বর্ম পেনিসের মুখে পরিয়ে দেওয়া হত। সাধারণত সোনার আস্তরণ পরানো হত। চিনে আবার সিল্ক কাগজ বা ভেড়ার খাদ্যনালী দিয়ে কন্ডোম বানানো হত। জাপানে কচ্ছপের খোল এমনকী অনেক ক্ষেত্রে পশুর শিং দিয়েও তৈরি করা হত কন্ডোম।

০৫ ০৯
ষষ্ঠদশ শতকে ইউরোপ জুড়ে যৌন রোগ সিফিলিস দেখা যায়। ইতালির চিকিৎসক গ্যাব্রিয়েলি ফ্যালোপিয়ো (তাঁর নামানুসারে স্ত্রী যৌন অঙ্গ ফ্যালোপিয়ান টিউবের নামকরণ) একটি বিশেষ রাসায়নিকে সিক্ত করা লিনেন আবরণ বানান পেনিসের জন্য। এই আবরণ সঙ্গমের সময় পেনিসে জড়িয়ে ফিতে দিয়ে বেঁধে দেওয়া হত।

ষষ্ঠদশ শতকে ইউরোপ জুড়ে যৌন রোগ সিফিলিস দেখা যায়। ইতালির চিকিৎসক গ্যাব্রিয়েলি ফ্যালোপিয়ো (তাঁর নামানুসারে স্ত্রী যৌন অঙ্গ ফ্যালোপিয়ান টিউবের নামকরণ) একটি বিশেষ রাসায়নিকে সিক্ত করা লিনেন আবরণ বানান পেনিসের জন্য। এই আবরণ সঙ্গমের সময় পেনিসে জড়িয়ে ফিতে দিয়ে বেঁধে দেওয়া হত।

০৬ ০৯
কয়েকজন পুরুষদের এর ব্যবহার করিয়ে তিনি নিশ্চিত হন, এতে সিফিলিস ঠেকানো সম্ভব। এটাই প্রথম কন্ডোম যা এসটিডি বা যৌনরোগ নিরোধক।

কয়েকজন পুরুষদের এর ব্যবহার করিয়ে তিনি নিশ্চিত হন, এতে সিফিলিস ঠেকানো সম্ভব। এটাই প্রথম কন্ডোম যা এসটিডি বা যৌনরোগ নিরোধক।

০৭ ০৯
১৮৫৫ সালে প্রথম রাবার কন্ডোম তৈরি হয়। তবে সে সময় কন্ডোমের দাম অনেক বেশি হওয়ায় শুধুমাত্র সমাজের ধনীরাই তা ব্যবহার করতেন। তৈরির পর রাবার কন্ডোমের ত্রুটি রয়েছে কি না জানতে তার মধ্যে গ্যাসোলিন এবং বেঞ্জিন ভরা হত। যা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর ছিল।

১৮৫৫ সালে প্রথম রাবার কন্ডোম তৈরি হয়। তবে সে সময় কন্ডোমের দাম অনেক বেশি হওয়ায় শুধুমাত্র সমাজের ধনীরাই তা ব্যবহার করতেন। তৈরির পর রাবার কন্ডোমের ত্রুটি রয়েছে কি না জানতে তার মধ্যে গ্যাসোলিন এবং বেঞ্জিন ভরা হত। যা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর ছিল।

০৮ ০৯
১৯২০ সালে ল্যাটেক্স আবিষ্কারের পরই অনেকটা বদল আসে কন্ডোমের। ল্যাটেক্স-এ উৎপাদনের খরচ অনেক কম হওয়ায় সমাজের সব স্তরের মানুষের কাছেই অনেক সহজলভ্য হয়ে যায় কন্ডোম।

১৯২০ সালে ল্যাটেক্স আবিষ্কারের পরই অনেকটা বদল আসে কন্ডোমের। ল্যাটেক্স-এ উৎপাদনের খরচ অনেক কম হওয়ায় সমাজের সব স্তরের মানুষের কাছেই অনেক সহজলভ্য হয়ে যায় কন্ডোম।

০৯ ০৯
১৯৫৭ সালে কন্ডোমের মান আরও উন্নত হয়। এই সময়ে একটি ব্রিটিশ সংস্থা কন্ডোমে লুব্রিকেন্টের বিশেষ ব্যবহার শুরু করে। এর পরেই কন্ডোমের জনপ্রিয়তা প্রায় দ্বিগুণ হয়ে যায়। ১৯৮০ সালে দুনিয়া জুড়ে এইডস-এর প্রাদুর্ভাব হয়। কন্ডোমের ব্যবহার আরও বেড়ে যায়।

১৯৫৭ সালে কন্ডোমের মান আরও উন্নত হয়। এই সময়ে একটি ব্রিটিশ সংস্থা কন্ডোমে লুব্রিকেন্টের বিশেষ ব্যবহার শুরু করে। এর পরেই কন্ডোমের জনপ্রিয়তা প্রায় দ্বিগুণ হয়ে যায়। ১৯৮০ সালে দুনিয়া জুড়ে এইডস-এর প্রাদুর্ভাব হয়। কন্ডোমের ব্যবহার আরও বেড়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:

Share this article

CLOSE