Bollywood Films that showcased Marital rape on screen dgtl
বলিউডি এই ফিল্মগুলি সরব হয়েছিল বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে
বৈবাহিক ধর্ষণের মতো প্রাসঙ্গিক বিষয় নিয়ে বহু বার মুখর হয়েছে বলিউডও। এমনই কয়েকটি ফিল্ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০৯:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
বাবলি গার্ল ইমেজ ছেড়ে ‘দরার’-এ নির্যাতিতার ভূমিকায় এসেছিলেন জুহি চাওলা। অত্যাচারিত স্বামীর হাত থেকে নিস্তার পেতে ঘর ছেড়ে পালিয়ে যান প্রিয়া। দেখা হয় রাজ মলহোত্রর সঙ্গে। জুহির সঙ্গে এই ফিল্মে ছিলেন আরবাজ খান ও ঋষি কপূর।
০২০৬
পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের নিজস্ব কণ্ঠ খুঁজে পাওয়ার গল্প পার্চড। চিরাচরিত প্রথার বিরুদ্ধে সরব হন লীনা যাদবের এই ফিল্মের চরিত্রেরা। ফিল্মে রাধিকা আপ্তে, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও সুরভীন চাওলার সঙ্গে রয়েছেন আদিল হুসেনের মতো বলিষ্ঠ অভিনেতা।
০৩০৬
বিয়ের পর থেকেই এনআরআই স্বামীর কাছে নিয়মিত ধর্ষণের শিকার কিরণজিৎ অহলুওয়ালিয়া। শারীরিক ও মানসিক অত্যাচার সইতে না পেরে শেষমেশ তাঁকে খুন করে কিরণজিৎ। সত্য ঘটনা নির্ভর জাগ মুন্দ্রার ফিল্ম ‘প্রোভক্ড’-এ সাড়া ফেলেছিল কিরণজিতের ভূমিকায় ঐশ্বর্যা রাইয়ের অভিনয়।
০৪০৬
দীপা মেহতার ফিল্ম ‘বিদেশ’-এ একেবারেই ডিগ্ল্যামারাইসড রোলে দেখা গিয়েছিল প্রীতি জিন্টাকে। বিদেশি বসবাসকারী পাত্রের সঙ্গে বিয়ে হয় পঞ্জাবি পরিবারের মেয়ে চাঁদের। চাঁদের স্বপ্নভাঙার সেই শুরু। ইংরেজিতে ‘হেভেন অন আর্থ’ টাইটেলে ২০০৮-এর এই ফিল্মে প্রীতির অভিনয় অনেকেরই নজর কেড়েছিল।
০৫০৬
জুলিয়া রবার্টস অভিনীত ‘স্লিপিং উইথ দ্য এনিমি’-র রিমেক হলেও নিজস্ব ছাপ রেখেছিল ‘অগ্নি সাক্ষী’। নয়ের দশকে পার্থ ঘোষের এই ফিল্মে বৈবাহিক ধর্ষণের বিষয়টি তুলে ধরা হয় রিভেঞ্জ ড্রামার অ্যাঙ্গেলে। মণীষা কৈরালা, জ্যাকি শ্রফ ও নানা পাটেকর অভিনয়ে ফিল্মও হয়েছিল সুপারহিট।
০৬০৬
২০০১ সালে কল্পনা লাজমির ‘দমন’-এ দর্শকদের চমকে দিয়েছিলেন রবিনা টন্ডন। বিয়ের রাত থেকেই স্বামীর যৌন নির্যাতনের শিকার দুর্গা সইকিয়াকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন তিনি। সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারও জেতেন রবিনা।