চলতি বছর বলিউডের ছবিতে ছক ভাঙা অভিনয় নজর কেড়েছে, তো কোনওটি পুরনো হিট গানগুলিকে নতুন মোড়কে উপহার দিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছর বক্স অফিসে কোন ছবি কেমন ব্যবসা করল?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ১৩:৫৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ইরফান খান ও পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার অভিনীত ‘হিন্দি মিডিয়াম’-এর বাজেট ছিল ২৩ কোটি। ব্যবসা করেছে প্রায় ৭০ কোটি টাকার।
০২১০
প্রাক্তন জুটি রণবীর কপূর-ক্যাটরিনা কইফের অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখতে প্রথম সপ্তাহে উপচে পড়েছিল ভিড়। তবে শেষ পর্যন্ত বক্স অফিসে ব্যবসা মাত্র ৫৪.১৬ কোটির।
০৩১০
মার্কেটিংয়ে বাজিমাত। কিন্তু দর্শকদের না-পসন্দ। শাহরুখ-অনুষ্কা-ইমতিয়াজ আলির প্রচেষ্টায় ‘জব হ্যারি মেট সেজল’-এর আপাতত রোজগার মাত্র ৬২.৬০ কোটি।
০৪১০
কাকা অনিল কপূর ও ভাইপো অর্জুন কপূরের ‘কমেডি আনলিমিটেড’ ছবি মুবারকাঁ। ৫৫ কোটির বাজেটে ব্যবসা প্রায় ৫১.৫৫ কোটি টাকার।
০৫১০
নারীকেন্দ্রিক ছবি, ট্রেলার মুক্তি থেকেই বিতর্কিত। সব বাধা পেরিয়ে ছবি মুক্তির পর ব্যবসা ভালই। ৬ কোটি টাকার বাজেট নিয়ে ছবি করে, বক্স অফিস কালেকশন অন্তত ১৯ কোটি।
০৬১০
মধুর ভণ্ডারকরের ‘ইন্দু সরকার’ নিয়ে উদ্দীপনা থাকলেও, ছবি চলেনি। বক্স অফিসে ব্যবসা মাত্র ৫ কোটি টাকার।
০৭১০
অক্ষয় কুমার ও ভূমি পেডনেকরের ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত প্রকল্পের অনুপ্রেরণায় তৈরি। মুক্তির তিন সপ্তাহের মধ্যেই বক্স অফিস কালেকশন ছাড়িয়েছে ১০০ কোটির মাইলস্টোন।
০৮১০
অন্ধের চরিত্রে হৃত্বিক রোশন এবং ইয়ামি গৌতমের ‘কাবিল’ অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। ‘কাবিল’ বক্স অফিসে ব্যবসা করেছে প্রায় ১০৩.৮৪ কোটি টাকার।
০৯১০
বক্স অফিসে ব্যবসা ১১৯ কোটি টাকার। ভাইজানের এ বারের ইদ রিলিজ ‘টিউবলাইট’ সব মিলিয়ে খুব একটা জ্বলেনি।
১০১০
প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘রইস’। বক্স অফিসে এই ছবির রোজগার প্রায় ১৩৭.৫১ কোটি টাকার।