Reliance Jio Phone: Everything you need to know about this Single Sim Fetaure JioPhone dgtl
Technology
এক নজরে জিও ফোনের সুবিধা-অসুবিধা
গ্রাহকরা রিলায়্যান্স জিও’র নতুন ফিচার ফোনটি প্রি-বুক করতে পারবেন ২৪ অগস্ট থেকে। জেনে নেওয়া যাক এই ফোনের কিছু সুবিধা-অসুবিধা।
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১৩:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
জিও’র নতুন ফিচার ফোনটিতে ফোর-জির সমস্ত সুযোগ সুবিধা মিললেও এটি একটি সিঙ্গল সিম ফোন।
০২০৬
একটি নতুন জিও নম্বরের সঙ্গেই মিলবে এই জিও ফোন। তবে আপনার কাছে আগে থেকেই জিও সিম থাকলে সেটি এই ফোনেও ব্যবহার করা যাবে।
০৩০৬
শুধুমাত্র জিও সিমই ব্যবহার করা যাবে এই ফোনে। অন্য কোনও টেলিকম সংস্থার সিম এই ফোনে ব্যবহার করা যাবে না।
০৪০৬
নতুন জিও ফোনে শুধুমাত্র ফোর-জি নেটওয়ার্কই কাজ করবে। টু-জি বা থ্রি-জি ব্যান্ডউইথ এই ফোনে কাজ করবে না।
০৫০৬
হোয়াটসঅ্যাপের পরিবর্তে থাকছে জিও চ্যাট। তবে, ইউটিউব, ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলিও থাকবে বলে জানা গিয়েছে।
০৬০৬
রিলায়্যান্স জিও ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার জিও টিভি। তবে এই বিশেষ পরিষেবা পেতে ৩০৯ টাকার রিচার্জ করতে হবে। এই ২৮ দিনের এই রিচার্জে মিলবে ১ জিবি ডেটা প্রতি দিন।