Most expensive android phone of Nokia set to launch on 16th August dgtl
Business News
১৬ অগস্ট আসছে নোকিয়ার সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড, দেখে নিন এর ফিচারগুলি
সদ্য অ্যান্ড্রয়েডের মাঠে দৌড় শুরু করেছে নোকিয়া। নোকিয়া ৩, ৪, ৫, ৬ সবক’টি মডেলই মিলছে বাজারে। নোকিয়া অ্যান্ড্রয়েড নিয়ে উচ্ছ্বসিত গ্রাহকরাও। এর মধ্যেই ফের আরও একটি নতুন মডেল নিয়ে অ্যান্ড্রয়েড দুনিয়ায় এল এইচএমডি গ্লোবাল।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১২:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
১৬ অগস্ট বাজারে আসতে চলেছে নোকিয়ার সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড ফোন নোকিয়া ৮। উদ্বোধনের অনুষ্ঠানটি হবে লন্ডনে।
০২০৮
বিশেষজ্ঞ মহলের মতে, ৪০ হাজারের উপরে দাম হতে পারে এই ফোনের। সম্ভবত ৪৩ হাজার টাকায় পাওয়া যাবে নোকিয়ার নতুন এই ফোন।
০৩০৮
স্ন্যাপড্রাগন কোয়ালকম ৮৩৫ প্রসেসর রয়েছে এই ফোনে। রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি। তবে কিছু দিনের মধ্যেই ৬ জিবি ও ৮ জিবি র্যামের সংস্করণও পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
০৪০৮
২৫৬ জিবি পর্যন্ত থাকবে এক্সপ্যানডেবল মেমরি। ডুয়াল সিম ও সিঙ্গল সিম, দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই ফোন।
০৫০৮
চারটি রঙে পাওয়া যাবে এই ফোন। স্টিল, ব্লু, গোল্ড/ব্লু ও গোল্ড/কপার।