Advertisement
১০ জুন ২০২৪
Bollywood Cameos

ক্যামিয়োর ব্যাটে ছক্কা! কয়েক মিনিটের অভিনয়েই মুখ্যচরিত্রদের টেক্কা দিয়েছেন যে বলি তারকারা

বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যাঁরা ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেও তাঁদের সহ-অভিনেতাদের টেক্কা দিয়েছেন। তালিকায় ববি দেওল ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকারা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১৩:৩৭
Share: Save:
০১ ১৮
মুখে সংলাপ নেই। শুধুমাত্র অভিব্যক্তি দিয়ে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন ববি দেওল। অথচ ‘অ্যানিম্যাল’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন ক্যামিয়ো চরিত্রে।

মুখে সংলাপ নেই। শুধুমাত্র অভিব্যক্তি দিয়ে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন ববি দেওল। অথচ ‘অ্যানিম্যাল’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন ক্যামিয়ো চরিত্রে।

০২ ১৮
বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যাঁরা ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেও তাঁদের সহ-অভিনেতাদের টেক্কা দিয়েছেন। তালিকায় ববি ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকারা।

বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যাঁরা ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেও তাঁদের সহ-অভিনেতাদের টেক্কা দিয়েছেন। তালিকায় ববি ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকারা।

০৩ ১৮
২০২৩ সালের ডিসেম্বর মাসে সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অ্যানিম্যাল’। এই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি। রণবীর কপূর এবং দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন।

২০২৩ সালের ডিসেম্বর মাসে সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অ্যানিম্যাল’। এই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি। রণবীর কপূর এবং দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন।

০৪ ১৮
‘অ্যানিম্যাল’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অনিল কপূরকেও। তবে, বিনা সংলাপে কম সময়ের জন্য খলনায়কের চরিত্রে অভিনয় করে ধর্মেন্দ্র-পুত্র ববি দেওল দর্শকের হাততালি কুড়োন।

‘অ্যানিম্যাল’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অনিল কপূরকেও। তবে, বিনা সংলাপে কম সময়ের জন্য খলনায়কের চরিত্রে অভিনয় করে ধর্মেন্দ্র-পুত্র ববি দেওল দর্শকের হাততালি কুড়োন।

০৫ ১৮
‘অ্যানিম্যাল’ ছবিতে মুখ্যচরিত্রে রশ্মিকা অভিনয় করেছেন ঠিকই, কিন্তু ছবি মুক্তির পর রশ্মিকার চেয়ে বেশি প্রশংসা পান তৃপ্তি দিমরি। ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন তিনি।

‘অ্যানিম্যাল’ ছবিতে মুখ্যচরিত্রে রশ্মিকা অভিনয় করেছেন ঠিকই, কিন্তু ছবি মুক্তির পর রশ্মিকার চেয়ে বেশি প্রশংসা পান তৃপ্তি দিমরি। ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন তিনি।

০৬ ১৮
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ওয়েব সিরিজ় ‘হীরামন্ডি’। মনীষা কৈরালা, সোনাক্ষী সিন্‌হা, অদিতি রাও হায়দারি, সঞ্জীদা শেখ এবং শারমিন সহগলের মতো অভিনেত্রীরা এই সিরিজ়ে মুখ্যচরিত্রে অভিনয় করেন।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ওয়েব সিরিজ় ‘হীরামন্ডি’। মনীষা কৈরালা, সোনাক্ষী সিন্‌হা, অদিতি রাও হায়দারি, সঞ্জীদা শেখ এবং শারমিন সহগলের মতো অভিনেত্রীরা এই সিরিজ়ে মুখ্যচরিত্রে অভিনয় করেন।

০৭ ১৮
ফারদিন খান, শেখর সুমন এবং অধ্যয়ন সুমনের মতো ‘হীরামন্ডি’ সিরিজ়ে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন বলি অভিনেত্রী রিচা চড্ডা। খুব বেশি সময়ের জন্য পর্দায় জায়গা পাননি তিনি। কিন্তু কম সময়ের মধ্যেই তাঁর অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন রিচা।

ফারদিন খান, শেখর সুমন এবং অধ্যয়ন সুমনের মতো ‘হীরামন্ডি’ সিরিজ়ে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন বলি অভিনেত্রী রিচা চড্ডা। খুব বেশি সময়ের জন্য পর্দায় জায়গা পাননি তিনি। কিন্তু কম সময়ের মধ্যেই তাঁর অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন রিচা।

০৮ ১৮
২০১৯ সালে জ়োয়া আখতারের পরিচালনায় মুক্তি পাওয়া ‘গাল্লি বয়’-এ মুখ্যচরিত্রে অভিনয় করেন রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট। তবে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে কিছু কম প্রশংসা পাননি সিদ্ধান্ত চতুর্বেদী।

২০১৯ সালে জ়োয়া আখতারের পরিচালনায় মুক্তি পাওয়া ‘গাল্লি বয়’-এ মুখ্যচরিত্রে অভিনয় করেন রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট। তবে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে কিছু কম প্রশংসা পাননি সিদ্ধান্ত চতুর্বেদী।

০৯ ১৮
‘গাল্লি বয়’ ছবিতে এমসি শেরের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যায় সিদ্ধান্তকে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম অভিনয় করেছিলেন তিনি। তার পর ‘বান্টি অওর বাবলি ২’, ‘গেহরাইয়া’, ‘ফোন ভূত’ এবং ‘খো গয়ে হম কহাঁ’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

‘গাল্লি বয়’ ছবিতে এমসি শেরের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যায় সিদ্ধান্তকে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম অভিনয় করেছিলেন তিনি। তার পর ‘বান্টি অওর বাবলি ২’, ‘গেহরাইয়া’, ‘ফোন ভূত’ এবং ‘খো গয়ে হম কহাঁ’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

১০ ১৮
২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পায় ‘ডাঙ্কি’। শাহরুখ খান এবং তাপসী পান্নু এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন। কিন্তু এই দুই তারকার পাশাপাশি সকলে প্রশংসায় পঞ্চমুখ হন অন্য এক বলি অভিনেতাকে নিয়ে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পায় ‘ডাঙ্কি’। শাহরুখ খান এবং তাপসী পান্নু এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন। কিন্তু এই দুই তারকার পাশাপাশি সকলে প্রশংসায় পঞ্চমুখ হন অন্য এক বলি অভিনেতাকে নিয়ে।

১১ ১৮
‘ডাঙ্কি’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে নজর কাড়েন বলি অভিনেতা ভিকি কৌশল। যতটুকু সময় ভিকি পর্দায় অভিনয় করেছিলেন, ততটুকু সময় যেন তিনিই দর্শকের নজর কেড়ে রেখেছিলেন।

‘ডাঙ্কি’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে নজর কাড়েন বলি অভিনেতা ভিকি কৌশল। যতটুকু সময় ভিকি পর্দায় অভিনয় করেছিলেন, ততটুকু সময় যেন তিনিই দর্শকের নজর কেড়ে রেখেছিলেন।

১২ ১৮
হিন্দি ওয়েব সিরিজ়ের তালিকায় প্রথম সারিতে রয়েছে ‘মেড ইন হেভেন’। বলিপাড়ার তারকাদের থেকে শুরু করে এই সিরিজ়ে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে খ্যাতনামী পোশাকশিল্পীদেরও। তবে ম্রুণাল ঠাকুর ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে অভিনয় করতে দেখা যায় ম্রুণালকে।

হিন্দি ওয়েব সিরিজ়ের তালিকায় প্রথম সারিতে রয়েছে ‘মেড ইন হেভেন’। বলিপাড়ার তারকাদের থেকে শুরু করে এই সিরিজ়ে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে খ্যাতনামী পোশাকশিল্পীদেরও। তবে ম্রুণাল ঠাকুর ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে অভিনয় করতে দেখা যায় ম্রুণালকে।

১৩ ১৮
২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বদলাপুর’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় বরুণ ধওয়ানকে। বরুণের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন ইয়ামি গৌতম, রাধিকা আপ্তে এবং হুমা কুরেশির মতো বলি অভিনেত্রীরা।

২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বদলাপুর’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় বরুণ ধওয়ানকে। বরুণের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন ইয়ামি গৌতম, রাধিকা আপ্তে এবং হুমা কুরেশির মতো বলি অভিনেত্রীরা।

১৪ ১৮
‘বদলাপুর’-এ খলনায়কের চরিত্রে অভিনয় করেন বলি অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। গুরুত্বপূর্ণ চরিত্র হলেও কম সময়ের জন্য পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছিলেন তিনি। এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে প্রশংসা পান নওয়াজউদ্দিন।

‘বদলাপুর’-এ খলনায়কের চরিত্রে অভিনয় করেন বলি অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। গুরুত্বপূর্ণ চরিত্র হলেও কম সময়ের জন্য পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছিলেন তিনি। এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে প্রশংসা পান নওয়াজউদ্দিন।

১৫ ১৮
২০২০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আংরেজি মিডিয়াম’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় ইরফান খান এবং রাধিকা মদনকে। তবে এই দুই তারকার পাশাপাশি বড় পর্দায় নজর কাড়েন পঙ্কজ ত্রিপাঠি।

২০২০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আংরেজি মিডিয়াম’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় ইরফান খান এবং রাধিকা মদনকে। তবে এই দুই তারকার পাশাপাশি বড় পর্দায় নজর কাড়েন পঙ্কজ ত্রিপাঠি।

১৬ ১৮
‘আংরেজি মিডিয়াম’ ছবিতে খুব কম সময়ের জন্য অভিনয়ের সুযোগ পেয়েছিলেন পঙ্কজ। কিন্তু ওই কয়েক মুহূর্তেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি।

‘আংরেজি মিডিয়াম’ ছবিতে খুব কম সময়ের জন্য অভিনয়ের সুযোগ পেয়েছিলেন পঙ্কজ। কিন্তু ওই কয়েক মুহূর্তেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি।

১৭ ১৮
দক্ষিণী ফিল্মজগতের ছবিনির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় প্রেক্ষাগৃহে ২০২৩ সালে মুক্তি পায় ‘জওয়ান’। শাহরুখ খান এবং দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপতি এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন।

দক্ষিণী ফিল্মজগতের ছবিনির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় প্রেক্ষাগৃহে ২০২৩ সালে মুক্তি পায় ‘জওয়ান’। শাহরুখ খান এবং দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপতি এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন।

১৮ ১৮
‘জওয়ান’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে নজর কাড়েন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, এই ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি তিনি।

‘জওয়ান’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে নজর কাড়েন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, এই ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি তিনি।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE