প্রতীকী ছবি।
মহাকাশে গেল ভারতের সবচেয়ে ভারী ও শক্তিশালী রকেট। জিএফএলভি-মার্ক-৩ রকেট। মাথায় চাপিয়ে নিয়ে গেল ৩,১৩৬ কিলোগ্রাম ওজনের জিস্যাট-১৯ উপগ্রহকে।
এই শক্তিশালী রকেট জিএফএলভি-মার্ক-৩ রকেটে চাপিয়েই আগামী দিনে ভারতীয় মহাকাশচারী পাঠাবে ইসরো। সোমবার বিকেল ৫টা ২৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে এই দানবীয় রকেট পারি জমাল মহাকাশে। মিশন রেডিনেস রিভিউ কমিটি এবং লঞ্চ অথরাইজেশন বোর্ডের থেকে সবুজ সঙ্কেত দিলেই তা উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এএস কিরণ কুমার।
আরও পড়ুন: ফের পাশ করলেন আইনস্টাইন, সংশয় কাটাল অ্যাস্ট্রোস্যাট
২,৩০০ কিলোগ্রামের বেশি ওজনের স্যাটেলাইট মহাকশে পাঠাতে হলে এতদিন ইসরোকে বিদেশি স্যাটেলাইট কেরিয়ার বা রকেটের সাহায্য নিতে হত। জিএসএলভি মার্ক-৩ লো আর্থ অরবিটে ১০,০০০ কিলোগ্রাম পর্যন্ত এবং জিওসিক্রোনমাস ট্রান্সফার অরবিটে (জিটিও) ৪,০০০ কিলোগ্রাম পর্যন্ত ওজনের স্যাটেলাইট বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। পরে এই রকেটে করেই মহাকাশচারীদের পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর।
ইসরোর তরফে জানানো হয়েছে, এই জিস্যাট-১৯ স্যাটেলাইটে জিওস্টেশনারি রেডিয়েসন স্পেক্ট্রোমিটার রয়েছে যা স্যাটেলাইট ও তার ইলেক্ট্রনিক উপাদানের উপরে স্পেস রেডিয়েশনের প্রভাব এবং চার্জড পার্টিকেলের গতিবিধির উপরে নজর রাখবে। জিস্যাট-১৯ স্যাটেলাইটের শক্তির উৎস লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এই উৎক্ষেপণ সফল হওয়ায় মহাকাশ বিজ্ঞানে ভারত নিশ্চিত ভাবে নতুন ইতিহাস লিখল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy