Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Science

প্রজাতন্ত্র দিবসে চাঁদে উড়বে ভারতের পতাকা, নামবে রোভার মহাকাশযান

প্রজাতন্ত্র দিবসে এ বার ভারতের পতাকা ওড়াব আমরা, চাঁদে! প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম চাঁদে মানবসভ্যতার ‘দ্বিতীয় উপনিবেশ’ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্যে পৌঁছনোর প্রাথমিক ধাপ হিসেবে ভারতের জাতীয় পতাকা ওড়ানো হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ- চাঁদে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৭
Share: Save:

প্রজাতন্ত্র দিবসে এ বার ভারতের পতাকা ওড়াব আমরা, চাঁদে!

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম চাঁদে মানবসভ্যতার ‘দ্বিতীয় উপনিবেশ’ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্যে পৌঁছনোর প্রাথমিক ধাপ হিসেবে ভারতের জাতীয় পতাকা ওড়ানো হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ- চাঁদে। চাঁদের মাটিতে নেমে ঢুঁড়ে-ফুঁড়ে তন্নতন্ন ‘তল্লাশি’ চালানোর জন্য নামানো হবে ‘রোভার’ মহাকাশযান, ২০১৮-র ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে।


চাঁদে ঘোরাঘুরির ‘রোভার’

এই প্রথম চাঁদে ‘রোভার’ মহাকাশযান পাঠাচ্ছে ভারত। তবে সরকারি উদ্যোগে নয়। বেঙ্গালুরুর বেসরকারি সংস্থা ‘টিম ইন্ডাস’ই এর মূল হোতা। ৩২০ টন ওজনের ভারী রকেটে চাপিয়ে ওই ‘রোভার’ মহাকাশযানটিকে পাঠানো হবে চাঁদে। ওই ‘রোভার’ মহাকাশযানই চাঁদের মাটিতে পুঁতে দেবে ভারতের জাতীয় পতাকা।


চাঁদে নামার ‘ল্যান্ডার’ বানানো হচ্ছে

‘টিম ইন্ডাস’-এর টিম লিডার রাহুল নারায়ণ বলেছেন, ‘‘২০১৭-র ডিসেম্বরে ওই অভিযানের জন্য যাবতীয় প্রস্তুতিই চূড়ান্ত।’’

আরও পড়ুন- ওড়ার সাড়ে ৬ মিনিটের মাথায় ভেঙে পড়ল মহাকাশযান

শনির বলয়ে আজ মরণঝাঁপ ক্যাসিনির! দেখুন ভিডিও, অ্যানিমেশন

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE