সরকারেরই দুই মহলের দু’রকম টুইটে ছড়িয়েছে চরম বিভ্রান্তি। আইআরসিটিসির ওয়েবসাইট হ্যাক হয়েছে কি না, তা নিয়ে ইউজারদের মধ্যে চরম বিভ্রান্তি। আইআরসিটিসির তরফে দাবি করা হয়েছে, তাঁদের ওয়েবসাইট সুরক্ষিত রয়েছে, ক্ষতি হয়নি তাঁদের ব্যক্তিগত তথ্যেরও। কিন্তু কতটা বিশ্বাসযোগ্য রেলের ওয়েবসাইট কর্তৃপক্ষের এই দাবি? রেলের এই ওয়েবসাইট ব্যবহার করেন প্রায় ৪ কোটি ইউজার। মহারাষ্ট্র সরকারের করা টুইট অনুযায়ী এর মধ্যে হ্যাক হয়ে গিয়েছে এক কোটি ইউজারের ব্যক্তিগত তথ্য। কোনটা সত্যি তা হয়ত জানা যাবে শীঘ্রই। কিন্তু তার আগে কী করা উচিত আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে? দেখে নিন এক নজরে—
পাসওয়ার্ড রিসেট করুন: ওয়েবসাইটি নিজের অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড বদলে ফেলুন।
অন্য অ্যাপেও পাসওয়ার্ড বদল করুন: আপনার মোবাইলে যদি মেকমাইট্রিপ বা যাত্রার মতো অ্যাপ থাকে, যেগুলি থেকে আইআরসিটিসির অ্যাকাউন্ট খোলা যায়, সেগুলিরও পাসওয়ার্ড বদল করুন।
প্রিপেড কার্ড রিসেট করুন: আপনি যদি আইআরসিটিসির প্রিপেড কার্ড ব্যবহার করেন এবং তাতে যদি টাকা থাকে, তা হলে সেই কার্ড দ্রুত রিসেট করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy