Advertisement
০৫ নভেম্বর ২০২৪
পাল্টা খোঁচায় ‘পরিবারতন্ত্র’

রাহুল-বাণে বিদ্ধ মোদী

নিজের রাজ্যে ভোট নিয়ে চাপে থাকা মোদী পরে গাঁধী পরিবারের বিরুদ্ধে গুজরাতি-বিদ্বেষের অভিযোগ তোলেন। সর্দার বল্লভভাই পটেল, মোরারজি দেশাই, মাধবসিংহ সোলাঙ্কির উদাহরণ টেনে তাঁর দাবি, গাঁধী পরিবার বরাবরই তাঁদের সিংহাসনে গুজরাতিদের কাঁটা হিসেবে দেখে এসেছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০৪:০৫
Share: Save:

সকালেই খোঁচা দিয়েছিলেন রাহুল গাঁধী। আর বিকেলে তার জবাব দিতে গিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে হল গাঁধী পরিবারকেই।

সোমবার সকালে, মোদীর গুজরাত সফরের ঠিক আগে তাঁকে কটাক্ষ করে রাহুলের টুইট, ‘‘আবহাওয়ার হালহদিশ: ভোটের আগে আজ গুজরাতে জুমলা (ফাঁকা প্রতিশ্রুতি)-র বৃষ্টি হবে।’’

নিজের রাজ্যে ভোট নিয়ে চাপে থাকা মোদী পরে গাঁধী পরিবারের বিরুদ্ধে গুজরাতি-বিদ্বেষের অভিযোগ তোলেন। সর্দার বল্লভভাই পটেল, মোরারজি দেশাই, মাধবসিংহ সোলাঙ্কির উদাহরণ টেনে তাঁর দাবি, গাঁধী পরিবার বরাবরই তাঁদের সিংহাসনে গুজরাতিদের কাঁটা হিসেবে দেখে এসেছে। এখন প্রতি মাসেই গুজরাতে যাচ্ছেন মোদী। কোটি কোটি টাকার প্রকল্প ঘোষণা হচ্ছে। শুধু অক্টোবরেই ১২,৫০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা হয়েছে। সোমবারও অমদাবাদে মোদীর কিছু অনুষ্ঠান ও জনসভা ছিল। আগামী সপ্তাহেও একগুচ্ছ প্রকল্প চালু করার কথা মোদীর।

গুজরাতে মোদীর প্রকল্প ঘোষণা-উদ্বোধন বাকি রয়েছে বলেই নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেনি— এমন অভিযোগ উঠেছে। আজ এ নিয়ে দিল্লিতে কমিশনের দফতরে বিক্ষোভও দেখিয়েছে কংগ্রেস। সকালে মোদীর নতুন প্রকল্পকে ‘জুমলা’ আখ্যা দেন রাহুল। কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিতে মোদীর প্রতিশ্রুতি ‘জুমলা’ ছিল বলে অমিত শাহই মেনে নিয়েছিলেন। রাহুল আজ সেই ‘জুমলা’ দিয়েই খোঁচা দিয়েছেন।

আরও পড়ুন:কলঙ্ক-চিহ্ন তাজ! বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

রাহুলের টুইটে তীব্র কটাক্ষ ও রসবোধ দেখে অনেকের প্রশ্ন, ইনি সেই রাহুলই তো! মুচকি হেসে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ভারপ্রাপ্ত নেত্রী দিব্যা স্পন্দনার জবাব, ‘‘ভুল করবেন না। রসবোধ, সাহস ও উদ্যমে ভর করে উনিই!’’ বিরোধীরাও ঘরোয়া ভাবে স্বীকার করছেন, কিছু দিন থেকেই প্রতিপক্ষকে ধরাশায়ী করতে রাহুলের কৌশল যেন আগের তুলনায় অন্যরকম। তাঁর তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত আক্রমণও চোখে পড়ছে। আর সেই ধারের জন্যই রাহুলের পাল্টা জবাব দিতে বাধ্য হচ্ছেন মোদী-অমিত শাহরা।

এ দিন অবশ্য জবাব দিতে গিয়ে গাঁধী পরিবারকে আক্রমণ করা ছাড়া আর কোনও কৌশল খুঁজে পাননি মোদী। গুজরাতের কংগ্রেস নেতাদের গাঁধী পরিবার বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে ‘গুজরাতি অস্মিতা’-কে উস্কে দিতে চেয়েছেন তিনি। অমদাবাদে বিজেপির জনসভায় মোদীর অভিযোগ, কংগ্রেস বল্লভভাই পটেলের বিরুদ্ধে কী করেছে সবাই জানে। মোরারজি দেশাইয়ের কাজকেও সম্মান দেয়নি। তিনি কী পান করেন, পান করেন না, তার প্রচার করেছে। মাধবসিংহ সোলাঙ্কির মতো নেতাকেও কংগ্রেস অসম্মান করেছে। মোদী অভিযোগ করেন, ইউপিএ-সরকার ষড়যন্ত্র করে তাঁকে জেলে পোরার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘‘এটা পরিবারতন্ত্র বনাম উন্নয়নের লড়াই।’’ ‘আমিই গুজরাত, আমিই বিকাশ’ স্লোগান তুলে কংগ্রেসকে উন্নয়নের প্রশ্নে ভোটে লড়ার চ্যালেঞ্জ করেন মোদী। বলেন, জিএসটি চালুর সিদ্ধান্তে কংগ্রেসও শরিক ছিল। ফলে তাদের মিথ্যা প্রচার করার অধিকার নেই।

কংগ্রেসের পাল্টা যুক্তি, রাহুল তো গুজরাতের উন্নয়নকেই ফাঁকা বুলি বলে প্রশ্ন তুলেছেন। মোদী তার জবাব দিচ্ছেন না। তবে মোদীর গর্জন থেকেই স্পষ্ট, রাহুল ঠিক জায়গাতেই ঢিল ছুড়েছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE