প্রতীকী চিত্র।
মেরেকেটে ৫০-৬০টি পরিবার বসবাস গোটা গ্রামে। মূলত পাথর কেটেই জীবিকা চলে বেশিরভাগ মানুষের। কিন্তু সম্প্রতি ‘ভূতের তাণ্ডবে’ কাজকর্ম ফেলে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছেন অনেকে। দেখতে দেখতে জনশূন্য হয়ে যাচ্ছে তেলঙ্গানার নির্মল জেলার কাসিগুড়া গ্রাম। যে কয়েকটি পরিবার এখনও টিকে রয়েছে, তাঁরা দিনের বেশির ভাগ সময়টা কাটাচ্ছেন গৃহবন্দী অবস্থায়। সন্ধ্যার পর কেউ আর ঘর থেকে বেরোচ্ছেন না। কোনও বিশেষ প্রয়োজনে মহিলারা বেরলেও পুরুষরা তো বেরচ্ছেনই না।
আরও পড়ুন: দুর্ঘটনায় বিয়ার ভর্তি গাড়ি, চলল দেদার লুঠপাট
তেলঙ্গানার প্রত্যন্ত গ্রামগুলিতে ভূতের ভয় নতুন কিছু নয়। এর আগেও এই ধরনের গুজব সামনে এসেছে। তবে এ বারেরটা একটু অন্যরকম। এ গ্রামের ভূত নাকি বেছে বেছে পুরুষদের দেখলেই হানা দিচ্ছে! যাঁরা ভূতের ‘দেখা’ পেয়েছেন, তাঁরা বলছেন, এ ভূত নাকি মহিলা!
বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গ্রামে যে ক’জন রয়েছেন তাঁদের ভয় না পাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক কর্তারা। ব্যবস্থা করা হচ্ছে পুলিশি প্রহরারও। তবে এই ভূতুড়ে আতঙ্কের কোনও সঠিক কারণ বা ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy