Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বেঙ্কাইয়ার নিশানায় পাকিস্তান

সিকিম সীমান্তের ডোকলাম নিয়ে টানাপড়েনের মধ্যেই চিনকে হুঁশিয়ারি দিয়েছিলেন জেটলি। বলেছিলেন, ‘‘মনে রাখা দরকার ১৯৬২ সালের ভারত আর ২০১৭ সালের ভারত এক নয়।’’ আজ দিল্লিতে কার্গিল যুদ্ধের শহিদদের স্মরণে এক অনুষ্ঠানে পাকিস্তানকে নিশানা করেন বেঙ্কাইয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০৪:৩৬
Share: Save:

চিনকে বার্তা দিতে ১৯৬২ সালের যুদ্ধের প্রসঙ্গ তুলেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতি উস্কে দিলেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বেঙ্কাইয়া নায়ডু।

সিকিম সীমান্তের ডোকলাম নিয়ে টানাপড়েনের মধ্যেই চিনকে হুঁশিয়ারি দিয়েছিলেন জেটলি। বলেছিলেন, ‘‘মনে রাখা দরকার ১৯৬২ সালের ভারত আর ২০১৭ সালের ভারত এক নয়।’’ আজ দিল্লিতে কার্গিল যুদ্ধের শহিদদের স্মরণে এক অনুষ্ঠানে পাকিস্তানকে নিশানা করেন বেঙ্কাইয়া। তিনি বলেন, ‘‘সন্ত্রাস মানবতার শত্রু। তার কোনও ধর্ম হয় না। দুর্ভাগ্যবশত সন্ত্রাস পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি হয়ে দাঁড়িয়েছে।’’

কার্গিল শহিদদের স্মরণমঞ্চে দাঁড়িয়েই ইসলামাবাদকে আরও তোপ দেগেছেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। তাঁর কথায়, ‘‘ভারত শান্তিপ্রিয় দেশ। কিন্তু প্রতিবেশী দেশগুলিকেও ভারতের সঙ্গে শান্তি বজায় রাখতে উদ্যোগী হতে হবে।’’ এর পরেই হুঁশিয়ারির সুরে বেঙ্কাইয়া বলেন, ‘‘১৯৭১ সালে কী হয়েছিল, তা পাকিস্তানের মনে রাখা উচিত।’’ এই প্রসঙ্গেই কাশ্মীর নিয়েও মুখ খুলেছেন বেঙ্কাইয়া। তাঁর কথায়, ‘‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তার এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।’’ রাজনীতিকদের মতে, নরেন্দ্র মোদী সরকার যে উগ্র জাতীয়তাবাদের লাইন ছেড়ে নড়ছে না, তা ফের এ দিন স্পষ্ট করে দিয়েছেন বেঙ্কাইয়া। সেই কারণেই উপরাষ্ট্রপতি ভোটের আগে শহিদদের স্মরণমঞ্চে দাঁড়িয়ে চড়া সুরে পাকিস্তানকে নিশানা করেছেন তিনি। সেই সঙ্গে চিন-পাকিস্তান অক্ষকেও ফের এক বার বার্তা দিতে চেয়েছে দিল্লি। কারণ, ডোকলাম বিবাদেও পাকিস্তান নাক গলাচ্ছে বলে জানতে পেরেছে সাউথ ব্লক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE