Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীকে রেহাই দিলেন যোগী

অটলবিহারী বাজপেয়ীর জমানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন চিন্ময়ানন্দ। ১৯৯৯ সালে উত্তরপ্রদেশের জৌনপুর থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০৪:২৮
Share: Save:

উন্নাও-ধর্ষণ কাণ্ডে যখন তাঁরই মন্ত্রী কাঠগড়ায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার।

অটলবিহারী বাজপেয়ীর জমানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন চিন্ময়ানন্দ। ১৯৯৯ সালে উত্তরপ্রদেশের জৌনপুর থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি। ২০১১ সালে চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন তাঁর আশ্রমের আবাসিক এক তরুণী। বিনা বিচারে সেই মামলা এত দিন পড়েই ছিল। গত ৬ মার্চ রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছিল। সেই মতো গত ৯ মার্চ তদন্তকারী অফিসারকে লিখিত ভাবে মামলা প্রত্যাহার করতে জানিয়ে দিয়েছে শাহজাহানপুর প্রশাসন। যদিও রাজ্য সরকারের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ্য মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালতই। তিনি আরও বলেন, ‘‘কারও যদি কোনও আপত্তি থাকে (মামলা তুলে নেওয়ার), তিনি আদালতে চ্যালেঞ্জ করতে পারেন।’’ ইতিমধ্যেই রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও জেলা বিচারকের কাছে চিঠি পাঠিয়েছেন ধর্ষিতা। চিঠিতে তিনি এ-ও উল্লেখ করেছেন, এ বছরের গোড়ায় ২৫ ফেব্রুয়ারি শাহজাহানপুর সফরে এসে ধর্ষণে অভিযুক্ত ওই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজও করেছিলেন যোগী আদিত্যনাথ।

চিন্ময়ানন্দের বিরুদ্ধে ২০১১ সালে কোটওয়ালি থানায় এফআইআর করেন তাঁর আশ্রমের আবাসিক এক তরুণীর বাবা। ওই তরুণী দীর্ঘদিন চিন্ময়ানন্দের আশ্রমে ছিলেন। মেয়েটির অভিযোগ, তাঁকে হরিদ্বারের আশ্রমে রাখা হয়েছিল। সেখানে তাঁকে ধর্ষণ করেন প্রাক্তন মন্ত্রী। চিন্ময়ানন্দ হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয়। সেই থেকে পড়েছিল মামলাটি। এ বার সেই মামলা তুলেও নিল যোগী সরকার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE