ফাইল চিত্র।
লড়াই সেয়ানে সেয়ানে! ত্রিপুরার বুথফেরত সমীক্ষা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে!
ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড— উত্তর-পূর্বের তিন রাজ্যেই এ বার গেরুয়া শিবিরের চমকপ্রদ উত্থানের আভাস ধরা পড়েছে সি ভোটার-এবিপি আনন্দের বুথফেরত সমীক্ষায়। দীর্ঘ ২৫ বছরের বাম রাজত্ব আরও পাঁচ বছর অব্যাহত থাকতে পারে, এমন ইঙ্গিত আছে সমীক্ষার ফলে। কিন্তু মানিক সরকারের এ বার সরকারে ফেরা হতে পারে একেবারেই কান ঘেঁষে! আবার অল্প ব্যবধানে সরকার পাল্টেও দিতে পারে বিজেপি-আইপিএফটি জোট। মেঘালয়ের সরকারও কংগ্রেসের হাত থেকে যেতে চলেছে বিজেপি-এনপিপি জোটের দিকে। আর নাগাল্যান্ডে ক্ষমতাসীন এনপিএফ একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গড়ার চাবিকাঠি যেতে পারে বিজেপি এবং এনডিপিপি জোটের হাতে।
সমীক্ষকেরাই বলে থাকেন, এই ধরনের সমীক্ষার ফলের সঙ্গে গড়ে ৩% ফারাক হতে পারে বাস্তবের। যদিও অনেক সময়ে সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না। তবে সার্বিক চিত্রের আভাস হিসেবে এই জাতীয় সমীক্ষার গ্রহণযোগ্যতা এখন স্বীকৃত।
আরও পড়ুন: সরকারি নজরদারি অপছন্দ মেঘালয়ের দুই গ্রামের
তিন রাজ্যের মধ্যে ত্রিপুরার ভোট নিয়েই এ বার ছিল বেনজির উন্মাদনা। রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্র জুড়ে ৬ হাজার মানুষের সঙ্গে কথা বলে তৈরি হওয়া নমুনার ভিত্তিতে বুথফেরত সমীক্ষা দেখাচ্ছে, গত বারের ৫০ থেকে বামফ্রন্ট এ বার নেমে আসতে পারে ২৬-৩৪ আসনে। গত বিধানসভার তুলনায় তাদের ভোট কমতে পারে ৩.৮%। পক্ষান্তরে বিজেপি-র ভোট পাঁচ বছর আগের ১.৫% থেকে বেড়ে দাঁড়াতে পারে ৪২.৮%! অর্থাৎ ভোট-গণিতের পরিভাষায় ‘স্যুইং’ ৪১.৩%! বাস্তবে হলে যা সর্বকালীন রেকর্ড! আসনের নিরিখে সংখ্যা হবে ২৪ থেকে ৩২।
অন্য দু’টি সমীক্ষা অবশ্য বিজেপি-কে আরও বেশি আসন দিচ্ছে। এক্সিস মাই ইন্ডিয়া-নিউজ ২৪ সমীক্ষা বলছে, বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসবে ৪৫-৫০ আসন পেয়ে। আর নিউজ এক্স সমীক্ষা অনুযায়ী, বিজেপি-র আসন হতে পারে ৩৫-৪৫। ত্রিপুরার স্থানীয় নানা সংবাদমাধ্যমের বুথফেরত সমীক্ষাও পরস্পর-বিরোধী আভাস দিয়েছে!
টানটান অপেক্ষা তাই ৩ মার্চ ভোটযন্ত্র খোলা পর্যন্ত!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy