কামার মহসিন শেখ। ছবি: ইউটিউবের সৌজন্যে।
সেই কবে স্বামীর হাত ধরে কাঁটাতার পার হয়ে নিজের দেশ ছেড়ে এসেছিলেন তিনি। দুই দেশে তাঁর দুই বাড়ি। পাকিস্তানে কেটেছে ছোটবেলা, আর বিবাহসূত্রে ভারতে পেয়েছেন নতুন একটি ঘর। প্রতিবেশী দুই দেশ যতই বিবদমান হোক না কেন, মন খারাপটা তো আর ভাগাভাগি হয় না। খুব স্বাভাবিক ভাবেই তাই মনের কিছুটা পড়ে থাকত বাপের বাড়ি পাকিস্তানেই। আত্মীয়-পরিজন ছাড়া বিদেশ বিভুঁইয়ে মন টিকত না। সেই সময় থেকেই রাষ্ট্রীয় সেবক সঙ্ঘে কাজের সুবাদে নরেন্দ্র মোদীর সঙ্গে পরিচয়। প্রথম থেকেই মোদীজির ব্যক্তিত্ব আর আপন করে নেওয়ার ক্ষমতা টানত তাঁকে। সেই থেকেই ভাইয়ের মতো তাঁর হাতে রাখি বাঁধতে শুরু করেন কামার মহসিন শেখ। সেই থেকে প্রায় ২০ বছর ধরে মোদীকে রাখি পরান ওই মুসলিম মহিলা।
আরও পড়ুন:
শুধু ভাই-বোনের সম্পর্ক নয়, বিপদ থেকে রক্ষা করতেই রাখিবন্ধন
প্রধানমন্ত্রীর হাতে রাখি বাঁধছে স্কুল পড়ুয়ারা। ছবি: পিটিআই
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কামার মহসিন বলেন, ‘‘সেই সময় আরএসএস-এর কর্মী ছিলেন মোদী। তাঁর স্বতঃস্ফূর্ত স্বভাব খুবই ভাল লাগত। সঙ্ঘের এক অনুষ্ঠানেই তাঁর হাতে প্রথম রাখি বাঁধতে শুরু করি। সেই থেকে আজও প্রতি বছর এই নিয়ম চলছে।’’
আরও পড়ুন:
গুজরাত ফিরেও ফের রিসর্ট ‘বন্দি’ কংগ্রেস বিধায়করা
তবে এ বছর প্রধানমন্ত্রীর এত ব্যস্ততার মধ্যে তাঁর সঙ্গে দেখা হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব ছিল মহসিনের মনে। সে দ্বন্দ্ব অবশ্য কাটে দু’দিন আগেই। যখন খোদ মোদীজির কাছ থেকেই রাখিবন্ধনের ডাক পেয়ে একটি ফোন আসে তাঁর কাছে। এর পরেই নতুন উদ্যমে রাখির প্রস্তুতি শুরু করেন মহসিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy