প্যান কার্ডের পর এ বার বাতিলের তালিকায় আধার কার্ডও। দেশ জুড়ে প্রায় ৮১ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। রাজ্যসভায় আধার কার্ড বাতিলের কথা গত শুক্রবারই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পি পি চৌধুরী।
আরও পড়ুন: মাত্র ৫ টাকায় ভরপেট খাবার দিতে চালু হল ক্যান্টিন
সঠিক তথ্য না থাকার কারণেই আধার বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিএআই-এর হাতে। আধার কার্ড রেগুলেশনের ২৭ এবং ২৮ নম্বর ধারা অনুযায়ী, কোনওভাবে একই ব্যক্তির নামে দু’টি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে কোনও গণ্ডগোল থাকলে, কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়ে থাকে। তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিক তথ্যে ভুল থাকলেও আধার নিষ্ক্রিয় করা হয়ে থাকে। নিয়মানুসারে, পাঁচ বছরের কম বয়সী কোনও শিশুর নামে আধার কার্ড থাকলে, পাঁচ বছর বয়সের পরে তার বায়োমেট্রিক্স তথ্য আপডেট করতে হবে। ফের ১৫ বছর বয়স হওয়ার পর আবার ওই তথ্য পুনরায় দিতে হবে। এই তথ্য আপডেটের জন্য দু’বছরের সময়সীমা দেওয়া হয়। এই দু’বছরের মধ্যে আপডেট না হলে, আধার কার্ডটি বাতিল করা হয়।
কী ভাবে জানবেন আপনার আধার কার্ড সচল রয়েছে কী না?
• প্রথমে ইউআইডিএআই-এর ওয়েবসাইটে যান
• ওয়েবসাইটের হোমপেজে গিয়ে আধার সার্ভিস ট্যাবের ‘ভেরিফাই আধার নম্বর’ অপশনে ক্লিক করুন
• একটা নতুন পেজ খুলবে
• সেখানে নিজের আধার নম্বর লিখুন এবং সিকিউরিটি কোড দিয়ে ভেরিফাই করুন।
যদি সবুজ রাইট চিহ্ন আসে তাহলে আপনার আদার কার্ড অ্যাক্টিভ রয়েছে। আর তা আসলে বুঝতে হবে কার্ডটি ইন-অ্যাক্টিভ রয়েছে।
আরও পড়ুন: ‘লভ জিহাদ’ মামলায় তদন্তে এনআইএ: সুপ্রিম কোর্ট
আধার কার্ড ইন-অ্যাক্টিভ থাকলে কী করতে হবে?
সবচেয়ে আগে নিকটতম এনরোলমেন্ট সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় নথি। সেন্টার থেকে নতুন আধার আপডেট ফর্ম দেওয়া হবে।। একই সঙ্গে আপনার বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। যার জন্য ২৫ টাকা এবং মোবাইল নম্বর দিতে হবে। এই প্রক্রিয়া অনলাইন বা পোস্টের মাধ্যমে হবে না। যেহেতু বায়োমেট্রিক তথ্য দিতে হবে তাই ব্যক্তিগত ভাবেই সেন্টারে হাজিরা দিয়ে তথ্য এনরোল করাতে হবে। সেন্টারের আধিকারিকেরা আপনার আগের এবং বর্তমানের বায়োমেট্রিক তথ্য যাচাই করে দেখে নেবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy