বাবার জেল হতেই আক্রমণে তেজস্বী। ছবি: পিটিআই।
পশুখাদ্য মামলায় বাবার জেল হতেই তাঁর পুরনো বন্ধুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তেজস্বী যাদব। আদালতের রায় শোনার পরই লালুর সাজাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তেজস্বী। পাশাপাশি পুরো ঘটনাটির জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ব্যাঙ্গ করে ‘ধন্যবাদ’ জানিয়ে টুইটও করেন তিনি।
বিহারে ভোটে জিতে নীতীশের যে মহাজোট সরকার হয়েছিল তাতে উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী। পরে নীতীশ লালুর সঙ্গে সেই জোট ভেঙে বিজেপির হাত ধরে নতুন করে সরকার গড়েন। আর এর পর থেকেই বিভিন্ন ইস্যুতে বিধানসভার বাইরে এবং ভিতরে পুরনো ‘বস’কে তীব্র আক্রমণ করে আসছেন তেজস্বী। শনিবার লালুর সাজা ঘোষণার পর এক যোগে নীতীশ এবং বিজেপিকে আক্রমণ করেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী।
নীতীশকে উদ্দেশ্য করে তেজস্বী টুইটে শুধু লেখেন, “অনেক ধন্যবাদ।” পরে সাংবাদিকদের বলেন, “এই ঘটনা পুরোপুরি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ঘটানো হল। আমরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করব।”
Thank you very much Nitish Kumar
— Tejashwi Yadav (@yadavtejashwi) January 6, 2018
পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “আজ যদি বাবা বিজেপির সঙ্গে থাকতেন, তা হলে তাঁকে রাজা হরীশচন্দ্রের সঙ্গে তুলনা করা হত। বিরোধী বলেই এই হাল করা হল।” তেজস্বীর এই মন্তব্যের অবশ্য তীব্র প্রতিবাদ করেছে বিজেপি।
আরও পড়ুন: লালুর সাড়ে তিন বছর জেল, ৫ লক্ষ টাকা জরিমানা
লালুর জেলযাত্রা নিয়ে অবশ্য সাবধানী মন্তব্য করেছে কংগ্রেস। লালু দোষী সাব্যস্ত হওয়ার দিনেই অবশ্য কংগ্রেস ঘোষণা করেছিল, আরজেডির সঙ্গে তাদের জোট যেমন আছে থাকবে। শাস্তি ঘোষণার পর বিহারের কংগ্রেস প্রবীণ কংগ্রেস নেতা আরপিএন সিংহ বলেন, “কংগ্রেস সব সময় দুর্নীতির বিরুদ্ধে। তা ছাড়া আমাদের জোট দলের সঙ্গে, ব্যক্তিগত কারও সঙ্গে নয়।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy