Advertisement
০৫ নভেম্বর ২০২৪

উত্তরপ্রদেশে পুড়িয়ে মারার চেষ্টা দুই বোনকে

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার বাড়িতে ঘুমোচ্ছিল দুই বোন। সেই সময় তাদের গায়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। বড় বোনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে। ছোট বোনের পুড়ে গিয়েছে ৬০ শতাংশ।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ০৩:৪৮
Share: Save:

দুই বোনকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলীতে। এই হামলার উদ্দেশ্য কী, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় পুলিশের কাছে। আততায়ীদের পরিচয় স্পষ্ট নয় আক্রান্তদের কাছেও। তবে দু’জনের মধ্যে ছোট বোন জানিয়েছে, গত কয়েক মাস ধরে এক ব্যক্তি তার পিছু নিয়ে উত্ত্যক্ত করছিল। হতে পারে সেই আক্রমণ চালিয়েছে।

গত শুক্রবার রাতে চণ্ডীগড়ের আইএএস অফিসার বীরেন্দ্র কুণ্ডূর মেয়ে বর্ণিকাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধাওয়া করা, উত্ত্যক্ত করা এবং অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে হরিয়ানা বিজেপির সভাপতি সুভাষ বরালার ছেলে বিকাশ ও তার বন্ধু আশিস কুমার। সম্প্রতি উত্তরপ্রদেশের বালিয়া জেলাতেও ১৭ বছরের এক ছাত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে পাঁচ জন ছেলের বিরুদ্ধে। ওই পাঁচ ছেলেও মেয়েটিকে অনুসরণ করত। এই সব ঘটনার পরে ফের দুই বোনের গায়ে আগুন দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার বাড়িতে ঘুমোচ্ছিল দুই বোন। সেই সময় তাদের গায়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। বড় বোনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে। ছোট বোনের পুড়ে গিয়েছে ৬০ শতাংশ। দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুই বোনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় নবাবগঞ্জ থানার পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি পেট্রোলের বোতল এবং দু’টি মোবাইল উদ্ধার করেছে তারা। তদন্তকারীরা জানিয়েছেন, ছোট বোন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ধাওয়া করা এবং উত্ত্যক্ত করার অভিযোগ আনলেও হামলার আসল উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

অন্য বিষয়গুলি:

sisters Fire UP উত্তরপ্রদেশ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE