Advertisement
২৭ নভেম্বর ২০২৪

বাজারে প্রচার তরুণ গগৈয়ের

ছুটির দিনে গুয়াহাটির বেলতলা বাজারে কেনাবেচা চলছিল জোরকদমে। ভিড় ছিল বেশিই। হঠাৎ কনভয়ের শব্দে ভরল চারপাশ। বাজারে পুলিশের বুটের আওয়াজ। কী হচ্ছে বুঝতে না পেরে প্রথমে হতচকিত হয়ে গিয়েছিলেন ক্রেতা-বিক্রেতারা। পরে সকলে জানলেন— বাজার করতে এসেছেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৪:০০
Share: Save:

ছুটির দিনে গুয়াহাটির বেলতলা বাজারে কেনাবেচা চলছিল জোরকদমে। ভিড় ছিল বেশিই। হঠাৎ কনভয়ের শব্দে ভরল চারপাশ। বাজারে পুলিশের বুটের আওয়াজ। কী হচ্ছে বুঝতে না পেরে প্রথমে হতচকিত হয়ে গিয়েছিলেন ক্রেতা-বিক্রেতারা। পরে সকলে জানলেন— বাজার করতে এসেছেন মুখ্যমন্ত্রী!

ভোটের মরসুমে গুয়াহাটিবাসীর মন জিততে এমনই পথে হাঁটলেন তরুণ গগৈ। আজ বেলা ১১টা নাগাদ বেলতলা বাজারে হাজির হন তিনি। ব্যস্ত বাজারে মুখ্যমন্ত্রীর কনভয়, দেহরক্ষীদের দেখে অবাক ক্রেতা-বিক্রেতারা। অভিনব ‘প্রচারের’ ঠেলায় আসল ক্রেতাদের নাজেহাল হতে হয়। গগৈ অবশ্য দাবি করেন, এত দিন প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। এখন সময় পাওয়ায় বিহুর বাজার করতে এসেছেন। বিভিন্ন দোকান ঘুরে জিনিসপত্রের পাইকারি ও খুচরো দাম জিজ্ঞাসা করেন গগৈ। এক কিলোগ্রাম সজনে ডাটা, আড়াইশো গ্রাম কালো কাঁচা লঙ্কা, সরু বেগুন, আধ ডজন কাঁচকলা, এচোঁড় কেনেনও। তবে বেশি দরাদরি করেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘জিনিসের ভাল দাম না পেলে সব্জি বিক্রেতা থেকে কৃষক— সকলেরই লোকসান হবে।’’

অন্য বিষয়গুলি:

Tarun Gogoi outdoor marketing campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy