Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ইতিহাসের পাতায় পিতা বনাম পুত্র

মুলায়ম সিংহ-অখিলেশের মতো পিতা-পুত্রের দ্বন্দ্বের ঘটনা বিরল নয়। ফারুক-ওমর আবদুল্লা এবং দেবগৌড়া-কুমারস্বামীর মধ্যে বিভিন্ন সময়ে মতান্তর হয়েছে।

রাম-লব ও কুশ<br>
সীতাকে বনবাসে পাঠানোর বেশ কয়েক বছর পরে অশ্বমেধ যজ্ঞ করেন রামচন্দ্র। যজ্ঞের সেই ঘোড়া আটকান লব-কুশ। <br>তাঁদের সঙ্গে যুদ্ধ হয় পিতৃব্য লক্ষ্মণের। হার মানেন লক্ষ্মণ। পরে লব-কুশের সঙ্গে যুদ্ধ হয় রামচন্দ্রের। দুই ভাই বাবাকেও হারিয়ে দেন।

রাম-লব ও কুশ<br> সীতাকে বনবাসে পাঠানোর বেশ কয়েক বছর পরে অশ্বমেধ যজ্ঞ করেন রামচন্দ্র। যজ্ঞের সেই ঘোড়া আটকান লব-কুশ। <br>তাঁদের সঙ্গে যুদ্ধ হয় পিতৃব্য লক্ষ্মণের। হার মানেন লক্ষ্মণ। পরে লব-কুশের সঙ্গে যুদ্ধ হয় রামচন্দ্রের। দুই ভাই বাবাকেও হারিয়ে দেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০৩:০৯
Share: Save:

মুলায়ম সিংহ-অখিলেশের মতো পিতা-পুত্রের দ্বন্দ্বের ঘটনা বিরল নয়। ফারুক-ওমর আবদুল্লা এবং দেবগৌড়া-কুমারস্বামীর মধ্যে বিভিন্ন সময়ে মতান্তর হয়েছে। বড় ছেলে আলাগিরিকে নিজের উত্তরসূরি করতে রাজি হননি করুণানিধি। সে জন্য বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেন আলাগিরি। শেষ পর্যন্ত তাঁকে ত্যাজ্যপুত্র করে দল থেকে বার করে দেন করুণানিধি। রামায়ণ, মহাভারত থেকে বাদশাহী আমলেও বহু বার দেখা গিয়েছে পিতা পুত্রের দ্বন্দ্ব। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

আরও পড়ুন: যাদব বংশে মুষলপর্ব, সব নজর আজ মুলায়মের দিকে

অন্য বিষয়গুলি:

Labh Kush Ram Mulayam Singh Yadav Akhilesh Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE