রবীন্দ্র গায়কোয়াড়
এয়ার ইন্ডিয়ার কর্মীকে জুতো মারার ঘটনায় রাজ্যসভার সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের পাশে দাঁড়াল না তাঁর দল শিবসেনা।
বরং তাঁর কাছ থেকে এমন আচরণের ব্যাখ্যা চেয়েছে দল।
দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে জুতো মারেন গায়কোয়াড়। তাঁর দাবি, বিজনেস ক্লাসের ভাড়া দেওয়ার পরেও তাঁকে ইকনমি ক্লাসে বসতে বলা হয়। আপাতত তাঁকে যাত্রী তালিকায় না রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া-সহ পাঁচটি প্রধান বিমান সংস্থা। ফলে দিল্লি থেকে ট্রেনে মুম্বই আসার সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে।
গোটা ঘটনার জন্য মোটেই অনুতপ্ত নন গায়কোয়াড়। বরং তাঁর দাবি, এয়ার ইন্ডিয়ারই তাঁর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ, যাত্রী হিসেবে তাঁকে অপমান করেছে এয়ার ইন্ডিয়া। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে তাঁর পাশে দাঁড়াবেন বলেও দাবি করেছিলেন। কিন্তু আজ দলের মুখপাত্র হর্ষল প্রধান জানান, শিবসেনা এমন আচরণ সমর্থন করে না। গায়কোয়াড়ের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিজেপি মুখপাত্র সাইনা এন সি-র মতে, ‘‘কোনও দলেরই নেতারই এমন আচরণ সমর্থন করা যায় না। বরং জনপ্রতিনিধি হিসেবে যে কোনও পরিস্থিতিতে সংযত আচরণ করা উচিত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy