পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণের নাম আরও এক বার উঠে এল প্রথম সারির ভারতীয় ধনকুবেরদের তালিকায়। সেপ্টেম্বরের গোড়ার দিকে ‘হুরুন ইন্ডিয়া’ নামে একটি চিনা ম্যাগাজিন ভারতীয় ধনীদের তালিকা প্রকাশ করেছিল। সে সময় ওই তালিকার ২৬ নম্বরে উঠে এসেছিল বালকৃষ্ণের নাম। পতঞ্জলি সিইও-র নাম এ বার ফোর্বস ম্যাগাজিনের প্রকাশ করা ভারতীয় ধনকুবেরদের তালিকাতেও উঠে এল। ভারতের প্রথম ১০০ জন ধনীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস। রামদেবের ঘনিষ্ঠ সহকর্মী বালকৃষ্ণের নাম সেই তালিকায় ঢুকে পড়ল। ফোর্বসের তালিকায় বালকৃষ্ণের নাম এই প্রথম বার উঠল। ভারতীয় ধনকুবেরদের তালিকায় তিনি রয়েছেন ৪৮ নম্বরে। আর এ বারও প্রত্যাশিত ভাবেই সেই তালিকার এক নম্বরে রয়েছেন মুকেশ অম্বানি।
এখন ভারতে যতগুলি ফাস্ট মুভিং কনজিউম গুড্স বা এফএমজিসি ব্র্যান্ড রয়েছে, তার মধ্যে অন্যতম হল রামদেবের ‘পতঞ্জলি’। বালকৃষ্ণই হলেন কাগজে-কলমে সেই পতঞ্জলির দণ্ডমুণ্ডের কর্তা। ওই সংস্থা সূত্রেই খবর, পতঞ্জলির সিইও হিসেবে বালকৃষ্ণ নাকি এক পয়সাও বেতন নেন না। ব্যাঙ্ক থেকে ব্যক্তিগত ঋণ নিয়ে এই সংস্থা শুরু করেছিলেন রামদেব ও বালকৃষ্ণ। ‘হুরুন’-এর রিপোর্ট অনুযায়ী ‘পতঞ্জলি’র ৯৪ শতাংশ শেয়ারই এখন রয়েছে বালকৃষ্ণর হাতে। ফোর্বসের রিপোর্ট বলছে, রামদেবের এই সহকর্মী এখন প্রায় ২৫ হাজার ৬০০ কোটি টাকার মালিক।
আরও পড়ুন: দুর্গোৎসব এর নতুন ঠিকানা: আনন্দ উৎসব
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy