জালিয়াতি রুখতে ডেবিট কার্ড ব্লক
নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হল দেশের প্রায় ৩২ লক্ষ ডেবিট কার্ডের যাবতীয় লেনদেন। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, এই বিপুল পরিমাণ কার্ড হয় নষ্ট করে গ্রাহককে নতুন কার্ড দেওয়া হবে, অথবা কার্ডগুলির সিকিউরিটি কোড পরিবর্তন করা হবে।
যে ব্যাঙ্কগুলির কার্ডে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে, তার মধ্যে একেবারে উপরের দিকে আছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এসবিআই ছাড়াও তালিকায় রয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই, ইয়েস ব্যাঙ্ক এবং অ্যাক্সিসের মতো ব্যাঙ্কগুলি। কার্ডের সমস্যার কথা স্বীকার করে নিয়ে এসবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আমাদের বেশ কিছু গ্রাহকের কার্ড আমরা আপাতত বন্ধ করেছি। একেবারেই নিরাপত্তাজনিত কারণে এটা করা হয়েছে। তবে যাঁদের কার্ডগুলি ব্লক করা হয়নি, তাঁরা স্বচ্ছন্দে সেগুলি ব্যবহার করতে পারেন। আর যাঁদের কার্ড ব্লক করা হয়েছে, তাঁদের হয় নতুন কার্ড দেওয়া হবে, অথবা ওই কার্ডগুলির সিকিউরিটি কোড পরিবর্তন করা হবে।”
কার্ড ব্লকের বিষয়টি মেনে নিয়েছে ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষও। তবে অন্য কোনও ব্যাঙ্কের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
জানা গিয়েছে, ৩২ লক্ষ ব্লক হওয়া কার্ডের মধ্যে প্রায় ২৬ লক্ষ ভিসা এবং মাস্টারকার্ড। বাকি ৬ লক্ষ রুপে প্ল্যাটফর্মের। দেশে এই মুহূর্তে মোট ডেবিট কার্ডের সংখ্যা প্রায় ৭০ কোটি।
আরও পড়ুন: ডেবিট কার্ড জালিয়াতি থেকে বাঁচবেন কী করে?
আরও পড়ুন- কার্ড রইল কলকাতায়, এটিএমে টাকা উঠল চিনে
আরও পড়ুন- মেয়ের বিয়ের আমন্ত্রণপত্রে এলসিডি স্ক্রিন, তাক লাগিয়ে দিলেন প্রাক্তন মন্ত্রী!
আরও পড়ুন- পুজোর পর কাজে মন বসছে না?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy