জেনারেল বিপিন রাওয়াত।- ফাইল চিত্র।
দিনদশেকের মধ্যেই উলটপুরান। ১৮০ ডিগ্রি ঘুরে গেল সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের বয়ান।
আগে বলেছিলেন, ‘‘উত্তরে চিন আর পশ্চিমে পাকিস্তান, দুই’ই আমাদের শত্রু।’’ সেই সময় ডোকলাম ইস্যুতে ভারতীয় দৌত্যে চিনের সুর সবে নরম হতে শুরু করেছে। আর ঠিক তখনই ভারতীয় সেনাপ্রধানের ওই মন্তব্য কিছুটা চটিয়ে দিয়েছিল বেজিংকে। তাদের বক্তব্য ছিল, জেনারেল রাওয়াতের ওই মন্তব্য ডোকলাম বিতর্ক মেটানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
আরও পড়ুন- মোবাইলে আধার যোগ করতে হবে ফেব্রুয়ারির মধ্যেই
আরও পড়ুন- ডোকলামের পর সতর্ক ভারত, চিন সীমান্ত জুড়ে দ্রুত রাস্তা তৈরি শুরু
ডোকলাম সমস্যা মিটে আসার মুখে সেনাপ্রধানের ওই উস্কানিমূলক মন্তব্যে অসন্তুষ্ট হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
রবিবার দেহরাদূনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেনারেল রাওয়াত বললেন, ‘‘ও ভাবে বলিনি... চিন, পাকিস্তান কেউই আমাদের শত্রু নয়।’’
সেনাপ্রধান এ দিন এও বলেছেন, আমরা চাই, শান্তি ফিরুক কাশ্মীরে। আর সেই শান্তি অনেক দিন বজায় থাকুক। আর সেই শান্তি বজায় রাখার জন্য সেনাবাহিনী যে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর জন্য তৈরি আছে, সেই হুঁশিয়ারিও দিয়েছেন জেনারেল রাওয়াত।
তাঁর স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতেই দেহরাদূনে গিয়েছিলেন সেনাপ্রধান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy