Advertisement
০৯ নভেম্বর ২০২৪

পুজোর মুম্বইয়ে এবার শান্তিনিকেতনের উপসনা গৃহ

বছর ভর অপেক্ষা শেষ। এসে গেল দুর্গাপুজো। কলকাতা জুড়ে হইহইরইচই। আলোর ঝকমকানি, রাত তিনটেতেও ভর সন্ধের ভিড়, যখন তখন অকারণ, অনাবিল হাসির ফ‌োয়ারা, নতুন জামা, পায়ে নয়া জুতোর ‘উপহার’ ফোস্কা, বাতাসে রোল-চাউমিনের গন্ধ, ইতিউতি তারস্বরে লাউড স্পিকার, সব মিলিয়ে সে এক ব্যাপার বটে!

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১৫:৪৯
Share: Save:

বছর ভর অপেক্ষা শেষ। এসে গেল দুর্গাপুজো। কলকাতা জুড়ে হইহইরইচই। আলোর ঝকমকানি, রাত তিনটেতেও ভর সন্ধের ভিড়, যখন তখন অকারণ, অনাবিল হাসির ফ‌োয়ারা, নতুন জামা, পায়ে নয়া জুতোর ‘উপহার’ ফোস্কা, বাতাসে রোল-চাউমিনের গন্ধ, ইতিউতি তারস্বরে লাউড স্পিকার, সব মিলিয়ে সে এক ব্যাপার বটে! পিছিয়ে নেই মুম্বইয়ের পোয়াইও। পোয়াই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেখানেও মহাকলেবরে শুরু হয়ে গেছে পুজো। গত ৯ বছরে কখনও এই সর্বজনীন দুর্গোত্সবের প্যান্ডেল সেজেছে কোনারকের মন্দিরের কায়দায়, কখনও বা বিষ্ণুপুরের টেরকোটা মন্দিরের আদলে। মুম্বইয়ে থিম পুজোর জনক এই সমিতির এবারের পুজো মণ্ডপ একে বারে শান্তিনিকেতনের বিশ্বভারতীর উপসনাগৃহের রেপ্লিকা।

আলোকসজ্জা, ঢাকের বাদ্যির সঙ্গে ভিড় সামলাতেও নিরাপত্তায় কোন ত্রুটিই রাখেননি আয়োজকরা।

২০ সেপ্টেম্বর রীতি মেনে খুঁটিপুজো দিয়েই শুরু হয়েছিল পুজো প্রস্তুতি। মুম্বইয়ের অন্যতম সেরা এই পুজো মণ্ডপে মহাপঞ্চমীর সকাল থেকেই শুরু হয়ে গেছে দর্শকদের আনাগোনা।






সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE