বর্ষার প্রথম বর্ষণে ভাসল কেরল।—ফাইল চিত্র।
নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই দেশে পা রাখল বর্ষা। আজ, মঙ্গলবার কেরলের উপকূলবর্তী অঞ্চলে ও উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢুকে পড়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।
হাওয়া অফিসের তরফে পূর্বাভাস ছিল, নির্দিষ্ট সময়সূচি মেনে, অর্থাৎ জুনের প্রথম সপ্তাহ নাগাদ বর্ষা ঢুকে পড়বে দেশের দক্ষিণ উপকূলে। সেই পূর্বাভাসের কিছুটা আগেই মরসুমের প্রথম বর্ষণে ভিজল কেরল। প্রাথমিক পূর্বাভাস থাকলেও সম্প্রতি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মোরা’র কী প্রভাব বর্ষার উপর পড়বে তা নিয়ে নিশ্চিত ছিলেন না আবহাওয়াবিদরা। এক দল আশা করছিলেন হয়তো সময়ের আগেই দেশে ঢুকতে পারে মৌসুমী বায়ু। অন্য দল ভাবছিলেন উল্টোটা হতে পারে, অর্থাৎ বর্ষা পিছিয়ে যেতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ‘মোরা’
মঙ্গলবার সকালের মধ্যেই ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে মোরা আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছিল হাওয়া অফিস।। পূর্বাভাস সত্যি করে এ দিন সকাল ছ’টা থেকেই বাংলাদেশের কক্সবাজার-চট্টগ্রাম উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। ঝড়ের প্রভাব এ বাংলায় খুব বেশি পড়েনি। তবে ‘মোরা’ বর্ষাকে একটু তাড়াতাড়িই এনে দিল মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়কে বাহন করে কিছু আগে বর্ষার আশা
সাধারণত বর্ষার ঠিক আগে আগে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় হলে তা আরব সাগরের বায়ুপ্রবাহকেও প্রভাবিত করে। আরব সাগর উপকূল থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে আসে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়। ফলে বিলম্বিত হয় বর্ষার আগমন। তবে হাওয়া অফিস বলছে, আরব সাগরের দিক থেকে আসা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর উপর এই ঘূর্ণিঝড় কোনও নেতিবাচক প্রভাব ফেলেনি। বরং আরও তরান্বিত করেছে তার আগমনকে। মৌসম ভবনের বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষার সারথির ভূমিকা নিতে চলেছে ‘মোরা’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy