মনমোহন সিংহ।-সংগৃহীত
নোটবন্দি ঘোষণা করে বিলকুল ভুল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতির কূটকচালি ছেড়ে সেই ভুলটা এ বার তিনি স্বীকার করে নিন। আর দেশের অর্থনীতির হাল ফেরাতে সকলের পরামর্শ নিন। রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে সকলের মতামত নিন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পরামর্শটা দিয়েছেন তাঁরই পূর্বসূরি মনমোহন সিংহ। অনলাইন মিডিয়া ‘ব্লুমবার্গ কুইন্ট’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে।
মনমোহন বলেছেন, ‘‘নোটবন্দির ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সমাজের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের। ভয়ঙ্কর ক্ষতি হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ব্যবসা, বাণিজ্যের। সেই ক্ষতি এতটাই যে তা কোনও অর্থনৈতিক সূচকের মানদণ্ডেই ধরা পড়বে না।’’
আরও পড়ুন- ভারত, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার চতুর্ভূজে চিন্তিত চিন
আরও পড়ুন- মোদীর এ হেন সিদ্ধান্তে ‘মিত্রোঁ’-দের আদৌ কোনও উপকার হল?
বিশিষ্ট অর্থনীতিবিদ প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করেন, নোটবন্দির ফলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ব্যবসার যে ভয়াবহ ক্ষতি হয়েছে, তাতে ওই দু’টি শিল্প ক্ষেত্রেই বেকারত্ব বাড়বে দারুণ ভাবে। সমাজে অর্থনৈতিক অসাম্য বেড়ে যাবে অকল্পনীয় ভাবে। যে অসাম্য ভবিষ্যতে আদৌ দূর করা সম্ভব নাও হতে পারে। ভারতের মতো বিভিন্ন ভাষাভাষি, ধর্মের দেশে যা গভীরতর সামাজিক ক্ষতের জন্ম দেবে। মনমোহনের কথায়, ‘‘ক্ষুদ্র শিল্পকে আরও বড় করে তুলতে আমাদের অর্থনীতির যে দিশা ছিল এত দিন, ক্যাশলেস অর্থনীতিতে তা কতটা কার্যকর হবে, সেটা নিয়েও সংশয় রয়েছে যথেষ্টই।’’
কালো টাকার সমান্তরাল অর্থনীতির গতি রুখতে যে সব প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে মোদী সরকার, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মনমোহন সিংহ।তাঁর কথায়, ‘‘সব ভাল যার শেষ ভাল! দেখতে হবে, শেষে কী দাঁড়ায়! তবে কড়া শাস্তির হুমকি দিয়ে, ফতোয়া জারি করে, আচমকা হানাদারি চালিয়ে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy