Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

গলায় বিষাক্ত গোখরো জড়িয়ে ওঝার কেরামতি, ছোবলে মৃত্যু ব্যক্তির

ঝাড়ফুঁকের নামে এক ব্যক্তির গলায় গোখরো সাপ জড়িয়ে দিয়েছিলেন ওঝা। আর সেই সাপের ছোবলেই মৃত্যু হল ওই ব্যক্তির। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুরে।

গলায় জড়িয়ে দেওওয়া হচ্ছে গোখরোটাকে। ছবি: সংগৃহীত।

গলায় জড়িয়ে দেওওয়া হচ্ছে গোখরোটাকে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ১৩:১৫
Share: Save:

ঝাড়ফুঁকের নামে এক ব্যক্তির গলায় গোখরো সাপ জড়িয়ে দিয়েছিলেন ওঝা। আর সেই সাপের ছোবলেই মৃত্যু হল ওই ব্যক্তির। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুরে।
এক প্রতিবেশীর বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন জোধপুরের পুলানিও কি ধানি গ্রামের বাসিন্দা বছর বিয়াল্লিশের বাবুরাম। ওই অনুষ্ঠানে ছিলেন ইন্দ্ররাম সুথার নামে এক সাপুড়েও। তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের জন্য ওই এলাকায় তাঁর বেশ নামডাক। ঝাড়ফুঁকের নামে বাবুরামের গলায় মালা পরানোর মতো করে একটি গোখরো সাপকে ছেড়ে দেন ইন্দ্ররাম। সেই সাপটাই বাবুরামের কপালে ছোবল মারে। ‘কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই’— এই বলে ইন্দ্ররাম বাবুরামকে আশ্বস্ত করেন বলে জানান এক গ্রামবাসী।

আরও পড়ুন: পাত্রী না পেয়ে রোবটকে বিয়ে

ইন্দ্ররামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বাবুরামের ভাই উমেদরাম। তাঁর অভিযোগের ভিত্তিতে ইন্দ্ররামকে গ্রেফতার করে পুলিশ। ইন্দ্ররাম অবশ্য দাবি করেন, বাবুরামের গলায় জড়িয়ে দিলেও সাপটা যে বিষাক্ত ছিল তা নাকি তিনি জানতেন না।

অন্য বিষয়গুলি:

Cobra Jodhpur Snake Charmer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE