মহারাষ্ট্রের জল সংরক্ষক মন্ত্রী রাম শিন্দে। ছবি: সংগৃহীত।
মোদী সরকার যখন দেশজুড়ে স্বচ্ছতা অভিযানের কথা ফলাও করে প্রচার করছে, তখন সেই বিজেপি সরকারেরই এক মন্ত্রী রাস্তার পাশে খোলা জায়গায় মূত্র ত্যাগ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তিনি মহারাষ্ট্রের জলসংরক্ষক মন্ত্রী রাম শিন্দে।
আরও পড়ুন: কংগ্রেসের হাতে হাত হার্দিক পটেলের
সোলাপুর-বারশি রোড ধরে ফিরছিলেন শিন্দে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাঁকে মূত্রত্যাগ করতে দেখা যায়। মুহূর্তেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। প্রশ্ন উঠতে শুরু করে সরকার যখন দেশবাসীকে স্বচ্ছতা নিয়ে সচেতন করছেন, এক জন জনপ্রতিনিধি হয়ে তিনি এ কাজটা করলেন কী ভাবে?
সংবাদ সংস্থা পিটিআইকে শিন্দে জানান, জলযুক্ত শিভার প্রকল্পের জন্য গত এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে তাঁকে। দীর্ঘ সফরযাত্রা, উচ্চ তাপমাত্রা এবং রাস্তার ধুলোর কারণে তিনি অসুস্থবোধ করছিলেন। রবিবারও সফরে বেরিয়েছিলেন। সফরের সময় রাস্তায় কোনও শৌচালয় খুঁজে পাননি, তাই এক প্রকার বাধ্য হয়েই খোলা জায়গায় মূত্র ত্যাগ করতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন: এক বস্তা সিমেন্টের দাম ৮ হাজার টাকা!
শিন্দে এই কর্মকাণ্ডকে হাতিয়ার করে ময়দানে মেনে পড়েছে বিরোধী দলগুলো। এনসিপি কটাক্ষ করে বলেছে, রাস্তায় একটা শৌচালয় খুঁজে পাননি মন্ত্রী! এর থেকে বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযান ব্যর্থ হয়েছে। দলের মুখপাত্র নবাব মালিক বলেন, “এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে, স্বচ্ছতা অভিযানের নামে দেশবাসীকে ঠকাচ্ছে সরকার।” পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে বলেন, “যাঁর নিজের ঘরেই এতগুলো উচ্ছৃঙ্খল মানুষ, তিনি দেশবাসীর কাছ থেকে শৃঙ্খলা আশা করেন কী ভাবে?”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy