Advertisement
০২ নভেম্বর ২০২৪

ভ্যালেন্টাইন সেলিব্রেট করতে গিয়ে প্রেমিকার বাড়িতে খুন হলেন প্রেমিক

ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে গিয়ে প্রেমিকার জামাইবাবুর হাতে খুন হলেন এক যুবক। দিল্লির ঘটনা।ফেসবুকে গুরগাঁওয়ের এক তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল পুরনো দিল্লির বাসিন্দা ঈশ্বরের। গত সাত মাস ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। এ বছর ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করার পরিকল্পনাও করে ফেলেছিলেন দু’জনে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৯
Share: Save:

ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে গিয়ে প্রেমিকার জামাইবাবুর হাতে খুন হলেন এক যুবক। দিল্লির ঘটনা।

ফেসবুকে গুরগাঁওয়ের এক তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল পুরনো দিল্লির বাসিন্দা ঈশ্বরের। গত সাত মাস ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। এ বছর ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করার পরিকল্পনাও করে ফেলেছিলেন দু’জনে। সেই মতো ১৪ ফেব্রুয়ারি ওই তরুণী ঈশ্বরকে রাস্তা থেকে গাড়িতে তুলে নেন। তার পর তাঁদের ফ্ল্যাটে নিয়ে যান। ঘরে তাঁরা দু’জনে যখন পরস্পরের মধ্য কথা বলছিলেন সেই সময় ওই তরুণীর জামাইবাবু রমেশ ও তাঁর গাড়ির চালক ওই ফ্ল্যাটে আসেন। ঈশ্বরকে সেখানে দেখেই ভয়ঙ্কর চটে যান রমেশ। অভিযোগ, গাড়ির চালককে সঙ্গে নিয়ে নিয়ে ঈশ্বরকে বেধড়ক মারধর করেন রমেশ। তার পর দোতলার ব্যলকনি থেকে ফেলে দেন তাঁকে। এখানেই থেমে থাকেননি রমেশরা। ঈশ্বরকে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তুলে নিয়ে গিয়ে শহর থেকে দূরে একটি নির্জন রাস্তায় ফেলে দিয়ে আসেন যাতে মনে হয় পথদুর্ঘটনা হয়েছে ঈশ্বরের। তার পর সেখান থেকে গাড়ির চালককে নিয়ে পালিয়ে যান রমেশ।

পুলিশ জানিয়েছে, রাত ৯টা নাগাদ একটি হাসপাতাল থেকে ফোন আসে। সঙ্গে সঙ্গে খবর নিতে সেখানে পৌঁছয় পুলিশ। ফের রাত ১টা নাগাদ হাসপাতাল থেকে ফোন আসে আহত যুবক মারা গিয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, প্রথমে ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করা হয়। কোথা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। আর কারাই বা তাঁকে হাসপাতালে ভর্তি করেছেন সব খতিয়ে দেখা হয়। অবশেষে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে রমেশ ও তার গাড়ির চালক অনিল কুমারকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাট-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন...

প্রেমিকাকে খুন করে ১৫ ঘণ্টা দেহ নিয়ে ঘুরলেন প্রেমিক!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE