Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

ব্যাঙ্কের সঙ্গে আধার নম্বর জোড়ার সময় বাড়ল

বুধবার আধার সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর জোড়ার সময়সীমা আরও বাড়ানোর কথা জানানো হয়েছে। আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়েছে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ১৭:১৬
Share: Save:

৩১ ডিসেম্বরই শেষ দিন নয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর জুড়তে মিলবে আরও সময়। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগ পাবেন নাগরিকেরা। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

বুধবার আধার সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর জোড়ার সময়সীমা আরও বাড়ানোর কথা জানানো হয়েছে। আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, আর্থিক লেনদেনের সময় বা মোবাইল কানেকশনের জন্য বাধ্যতামূলক ভাবে আধার নম্বর থাকাটা জরুরি নয় বলে আবেদন করেছেন মামলাকারীরা।

এ ছাড়া, আধার কার্ড তৈরির সময় নাগরিকের বায়োমেট্রিক ডেটার অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা তাঁদের। বৃহস্পতিবারই সেই মামলার রায় দেবে শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। তার আগের দিনই আধার প্রশ্নে পিছু হঠল মোদী সরকার।

আরও পড়ুন

রাস্তা বানাচ্ছে চিন, এই বারও কাছে সেই ডোকলাম!

‘আমাদের জন্য নয়, ভোটের কারণেই ওরা তালাক-বিরোধী’

হাত মেলালেন মোদী-মনমোহন

দেশে কালো টাকার বাড়বাড়ন্ত রুখতে গত জুনে এই নয়া নিয়ম বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় বা তার থেকে ছ’মাসের মধ্যে আধার নম্বর জোড়া বাধ্যতামূলক করা হয়। এ ছাড়া, ৩১ ডিসেম্বরের মধ্যে পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর জোড়ারও নির্দেশ জারি করা হয়। আধারের সময়সীমা বাড়ালেও ওই নিয়মটি আপাতত অপরিবর্তিতই থাকছে বলে জানিয়েছে কেন্দ্র।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE