বেমালুম বাদ পড়ে গেলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
বাদ পড়ে গেলেন নাথুরাম গডসেও।
ইতিহাসের বই থেকে একেবারে মুছে দেওয়া হল নেহরু আর গডসের নাম।
এর পর বিজেপি-র তালুক রাজস্থানে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা আর স্কুলের পাঠ্য বই পড়ে জানতে পারবেন না, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। জানতে পারবেন না, যাঁর গুলিতে ‘হা রাম’ বলে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ‘জাতির জনক’ মোহনদাস কর্মচন্দ গাঁধী, সেই হিন্দু জাতীয়তাবাদী নাথুরাম গডসের নামও।
আরও পড়ুন- চাপেই রাখা হবে চিনকে, বুঝিয়ে দিলেন ভি কে
রাজস্থান সরকারের ‘স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশান রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ হালে এই ‘ফতোয়া’ জারি করেছে।
রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি শচীন পাইলট বলেছেন, ‘‘এই কানুন শিক্ষায় গৈরিকীকরণের প্রক্রিয়াকে একটা নতুন পর্যায়ে উন্নীত করল।’’
২০১৪-র মে মাসে বিজেপি কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দলের হাতে থাকা রাজ্যগুলিতে শিক্ষায় গৈরিকীকরণের কাজটা পুরোদমে শুরু হয়ে যায়। রাজস্থানেও স্কুলের সিলেবাসে হিন্দুত্ব প্রচারের তোড়জোড় শুরু করে দেয় ক্ষমতাসীন বিজেপি সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy