Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আইআরসিটিসির সাইট হ্যাক? বিভ্রান্তি তুঙ্গে

রেলের ওয়েবসাইট কি হ্যাক হয়ে গিয়েছে? আইআরসিটিসির তরফে তাদের ওয়েবসাইট হ্যাকের দাবি উড়িয়ে দেওয়া হলেও সরকারের অন্য একটি সূত্র জানাচ্ছে, হ্যাকই হয়েছে রেলের ওয়েবসাইট। ফলে চূড়ান্ত বিভ্রান্তি ছড়িয়েছে আইআরসিটিসির ইউজারদের মধ্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ১৫:৩০
Share: Save:

রেলের ওয়েবসাইট কি হ্যাক হয়ে গিয়েছে? আইআরসিটিসির তরফে তাদের ওয়েবসাইট হ্যাকের দাবি উড়িয়ে দেওয়া হলেও সরকারের অন্য একটি সূত্র জানাচ্ছে, হ্যাকই হয়েছে রেলের ওয়েবসাইট। ফলে চূড়ান্ত বিভ্রান্তি ছড়িয়েছে আইআরসিটিসির ইউজারদের মধ্যে।

বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্র সরকারের তরফে করা একটি টুইট থেকে বিভ্রান্তির শুরু। এ দিন সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ টুইট করে জানানো হয়, ‘রেলের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আইআরসিটিসির অন্তত এক কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য একটি সিডিতে ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে।’ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই টুইট। আতঙ্ক ছড়ায় ইউজারদের মধ্যে। কিছু ক্ষণ পর পাল্টা টুইট করা হয় আইআরসিটিসির তরফে। সেখানে জানানো হয়, ‘আমাদের ওয়েবসাইট হ্যাক করার খবর একেবারেই মিথ্যা।’ একই সঙ্গে জানানো হয়, ব্যবহারকারীদের তথ্য বিক্রির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওয়েবসাইট হ্যকই যদি না হবে, তা হলে তদন্তের প্রশ্ন আসছে কেন?

আইআরসিটির মোট গ্রাহক সংখ্যা প্রায় চার কোটি। প্রতি মাসে প্রায় ৫ লক্ষ টিকিট বিক্রি হয় এই ওয়েবসাইটের মাধ্যমে। প্রতি দিন প্রায় ৫০ হাজার ইউজার এই ওয়েবসাইট ব্যহার করেন। হ্যাকের খবর যদি সত্যি হয়, তা হলে দেশে এটাই হবে সবচেয়ে বড় হ্যাকের ঘটনা।

আরও পড়ুন:
রেলের ওয়েবসাইট হ্যাকড! কি করবেন, কি করবেন না

অন্য বিষয়গুলি:

IRCTC Website Hacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE