ট্রাম্পকে জবাব দিলেন সুষমা স্বরাজ। পিটিআই
চিনের পাশাপাশি ভারতকে দুষে সম্প্রতি প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। এ বার ট্রাম্পের সব অভিযোগের জবাব দিলেন ভারতীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। স্পষ্ট করে দিলেন, পরিবেশ রক্ষার ব্যাপারে নয়াদিল্লির প্রতিশ্রুতি রাখার কথাও।
সোমবার বিদেশমন্ত্রী জানিয়েছেন, আর্থিক সাহায্য বা অন্য কোনও স্বার্থের কারণে প্যারিস চুক্তিতে ভারত সই করেনি। শুধুমাত্র পরিবেশ রক্ষার স্বার্থেই ওই চুক্তিতে সই করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সব অভিযোগ উড়িয়ে গত কাল সুষমা বলেন, ‘‘কোনও দেশের চাপে বা ভয় পেয়ে আমরা প্যারিস চুক্তিতে সই করিনি। পাঁচ হাজার বছরের পুরনো প্রতিশ্রুতি পালন করতেই চুক্তিতে সই করেছে নয়াদিল্লি। আমরা নদী, গাছ, পর্বতের পুজো করি। এটা ভারতের ঐতিহ্য। প্রকৃতিকে রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’ ২০১৬ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে সই করে নয়াদিল্লি।
গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেন, প্যারিস চুক্তি আমেরিকার উন্নয়নের পথে কাঁটা। তিনি অভিযোগ করেন, এই চুক্তির ফলে আমেরিকার বোঝা বাড়ছে। আর সেই চুক্তির ফায়দা লুটছে ভারত, চিনের মতো দেশ। যারা প্রচুর বিলিয়ন ডলার বিদেশি সাহায্যের জন্য এই চুক্তিতে সই করেছে। তাঁর আরও অভিযোগ ছিল, অন্য কোনও দেশের ভয়েও এই চুক্তিতে সই করে থাকতে পারে ভারত। এর জবাবে বিদেশমন্ত্রী বলেন, ‘‘ভারত এই চুক্তিতে সই করেছে শুধুমাত্র আর্থিক সাহায্য পাওয়ার জন্য, এমনটা যদি কেউ ভেবে থাকেন তবে তা ঠিক নয়। আমরা এ ধরণের অভিযোগ অস্বীকার করছি।’’
আরও পড়ুন: জলবায়ু চুক্তি থেকে সরেই দাঁড়াল ট্রাম্পের আমেরিকা
এর পাশাপাশি সুষমা আরও জানান, এইচ১বি ভিসা বিষয়ের উপর প্রতিনিয়ত নজর রাখছে বিদেশ মন্ত্রক। আমেরিকায় কর্মরত কোনও ভারতীয় যাতে ভিসার কারণে সমস্যায় না পড়েন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর আশ্বাস, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভিসা সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা করবেন।’’
পাশাপাশি, আসন্ন সাংহাই জোট (এসসিও)-এর শীর্ষ বৈঠকের ফাঁকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন সুষমা। আগামী ৮-৯ জুন কাজাখস্তানে বসছে এসসিও-র শীর্ষ বৈঠক। ওই বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা নওয়াজ শরিফ এবং নরেন্দ্র মোদীর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy