প্রধান বিচারপতির ইমপিচমেন্টে সায় নেই সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি জে চেলমেশ্বরের। জানুয়ারির ১২ তারিখে অন্য তিন প্রবীণ বিচারপতিকে নিয়ে বেনজির ভাবে সাংবাদিক সম্মেলন করে প্রধান বিচারপতি দীপক মিশ্র ও তাঁর কাজের ধরনের বিরুদ্ধে সরব হয়েছিলেন চেলমেশ্বর। সম্প্রতি প্রধান বিচারপতিকে ইমপিচমেন্ট করার একটি প্রক্রিয়া শুরু করেছে কংগ্রেস ও কয়েকটি বিরোধী দল। এ দিন দিল্লিতে একটি কথোপকথনের অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিচারপতি চেলমেশ্বর বলেন, ‘‘ইমপিচমেন্ট-এ সমস্যা মিটবে বলে আমি বিশ্বাস করি না। বিচার ব্যবস্থার খোলনলচে বদলানো দরকার।’’
বিচারপতি চেলমেশ্বর অবসর নিচ্ছেন জুনের ২২ তারিখে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের অবসরে যাওয়ার কথা ২ অক্টোবর। তাঁর পরে যে সব চেয়ে অভিজ্ঞ বিচারপতির প্রধান বিচারপতি হওয়ার কথা, সেই রঞ্জন গগৈও সে দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন। এ দিন চেলমেশ্বর আশা প্রকাশ করেন, ওই কাজের জন্য বিচারপতি গগৈয়ের প্রধান বিচারপতি হওয়া আটকাবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy