মঞ্জুলা দেবক।ছবি: টুইটারের সৌজন্যে।
ফের আত্মহত্যার ঘটনায় খবরের শিরোনামে আইআইটি দিল্লি। এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় বার।
আইআইটি দিল্লির ক্যাম্পাসে ঘরের মধ্যে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হল। মঞ্জুলা দেবক নামে ২৭ বছরের এই ছাত্রীর দেহ মঙ্গলবার তাঁর ঘর থেকে উদ্ধার হয়। মঞ্জুলা পিএইচডি-র শেষ বছরের ছাত্রী ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই সন্দেহ পুলিশের। মঞ্জুলার ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হামলাকারীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভে উত্তাল আইআইটি-মাদ্রাজ ক্যাম্পাস
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় মঞ্জুলাকে। আদতে ইনদওরের মেয়ে মঞ্জুলা পড়াশোনার সূত্রেই থাকেন দিল্লিতে। ক্যাম্পাসের মধ্যে নালন্দা আবাসনে স্বামীর সঙ্গে থাকতেন মঞ্জুলা। দিন কয়েক আগেই ব্যক্তিগত কাজে ইনদওর যান মঞ্জুলার স্বামী হৃতেশ বীরা। ২০১৩ সালে হৃতেশের সঙ্গে বিয়ে হয়েছিল মঞ্জুলার। মঞ্জুলার ব্যবহারে গত কয়েক দিনে কোনও অসঙ্গতি দেখা যায়নি বলে পুলিশকে জানিয়েছেন তাঁর এক বন্ধু। পুলিশ মঞ্জুলার মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, মঞ্জুলার কল লিস্ট পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনও পারিবারিক সমস্যা ছিল কি না, সে বিষযে খোঁজখবর নেওয়া হচ্ছে।
মে মাসেই দিল্লি আইআইটি-র বিদ্যাঞ্চল হস্টেলের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন বছর ১৯-এর নীতীশকুমার পুরর্তি নামে এক ছাত্র। দিন কয়েক আগেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের জীতেশ শর্মা নামে বম্বে আইআইটি’র এক ছাত্র আত্মহত্যা করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy