আশিস দহিয়া। —ফাইল চিত্র।
এক মহিলা অফিসারকে বাঁচাতে গিয়ে সুইমিং পুলে ডুবে গেলেন তরুণ আইএএস অফিসার। দক্ষিণ দিল্লিতে ফরেন সার্ভিসেস ইনস্টিটিউট চত্বরের একটি সুইমিং পুলে ওই তরুণ অফিসারের দেহ ভাসছিল বলে পুলিশ সূত্রের খবর। মঙ্গলবার ভোরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আশিস দহিয়া নামে ওই ট্রেনি অফিসার ফরেন সার্ভিসেস ইনস্টিটিউটের ক্লাবে সহকর্মীদের সঙ্গে একটি গেট টুগেদার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি চলাকালীনই দুর্ঘটনা ঘটেছে।
যে আইএএস আধিকারিকের মৃত্যু হয়েছে, সেই আশিস দহিয়ার বাড়ি হরিয়ানার সোনেপতে। পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে আশিস ফরেন সার্ভিসেস ইনস্টিটিউটের ক্লাবে একটি পার্টিতে যোগ দেন। ফরেন এবং রেভেনিউ সার্ভিসের অনেক তরুণ অফিসারই সেই নৈশ পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি চলাকালীন এক মহিলা অফিসার দুর্ঘটনাক্রমে সুইমিং পুলে পড়ে যান বলে কয়েক জন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন। ওই মহিলাকে উদ্ধার করতে এগিয়ে যান অনেক তরুণ অফিসারই। তাঁকে উদ্ধারও করা হয়। কিন্তু তার পর থেকে আশিস দহিয়ার খোঁজ মিলছিল না। পরে তাঁর দেহ সুইমিং পুলে ভাসতে দেখা যায়।
আরও পড়ুন: প্রেমে জোরাজুরি, ৫ তলা থেকে হাত ফস্কে নীচে পড়ে মৃত্যু ইঞ্জিনিয়ারের
প্রথমে ফরেন সার্ভিসেস ইনস্টিটিউটের চিকিৎসককে ডেকেই আশিসের চেতনা ফেরানোর চেষ্টা হয়েছিল বলে খবর। তাতে কাজ না হওয়ায় ভোরের দিকে ওই অফিসারকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময়েই পুলিশে খবর দেওয়া হয়। হাসপাতাল আশিস দহিয়াকে মৃত বলে ঘোষণা করে।
মৃত অফিসারের দেহ পোস্টমর্টেমের জন্য এইমসে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy