প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয় মুম্বইবাসীর।
বৃষ্টি আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই ফের বৃষ্টির কবলে মুম্বই।
মঙ্গলবার বিকেলে প্রবল বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে। রাস্তাঘাটে জল জমে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। ট্রেন চলাচলও ব্যাহত হয় বলে জানা গিয়েছে। রাস্তার বিভিনিন জায়গায় আটকে পড়েন পথচারীরা। দৃশ্যমানতা কমে যাওয়ায় মুম্বই বিমানবন্দরে বিমানের ওঠানামা ঘণ্টাখানেকের জন্য বন্ধ করে দেওয়া হয়।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৮.৭১ মিলিমিটার। পূর্ব ও পশ্চিম মুম্বইয়ে যথাক্রমে ২৮.৯৩ এবং ২৫.১১ মিলিমিটার। তবে এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনার খবর নেই বলে জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি।
রবিবার আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। পাশাপাশি দফতর আরও জানিয়েছেন, আগামী দু’দিন এই বৃষ্টিপাত চলতে পারে।
২৯ অগস্টের টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে অচল হয়ে গিয়েছিল গোটা মুম্বই। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩০০ মিলিমিটারের বেশি। ঘরছাড়া হন অনেক মানুষ। মৃত্যু হয় ৫ জনের। ফের কি সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আতঙ্কে বাণিজ্যনগরী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy