গায়ে হলুদ নিয়ে হাজির ফেনি পারেখ (মাঝে)। ছবি সৌজন্য এএনআই।
গায়ে হলুদের পর্ব চলছিল ফেনির। কিন্তু সেই পর্ব শেষ হতেই বেরিয়ে পড়লেন তিনি!
গায়ে-মুখে হলুদ মাখানো, পরনে বাসন্তি রঙের শাড়ি— এই বেশেই তিনি সোজা হাঁটা লাগান ভোট কেন্দ্রের দিকে। বিয়ে হচ্ছে তো কী, তা বলে নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবেন না!
সকলকে অবাক করে ওই বেশেই তাই ভোট দিতে হাজির হয়েছিলেন ফেনি।
আরও পড়ুন: ‘৯০ ভাগ সময় তো নিজের কথাই বলছেন!’
Katargam(Surat): A bride to be, Fenny Parekh arrives from her 'haldi' ceremony to cast her vote #GujaratElection2017 pic.twitter.com/oGaW9skOYV
— ANI (@ANI) December 9, 2017
গুজরাতে শনিবারই প্রথম দফার ভোট হয়ে গেল। স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা এসেছেন, ভোট দিয়েছেন। ভোট নিয়েই সারাটা দিন ব্যস্ত ছিল গুজরাত। কিন্তু তার মধ্যেও সকলের নজর কেড়েছেন কাটাগ্রামের ফেনি পারেখ। আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
অন্য ভোটারদের সঙ্গে তাঁকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুখে স্মিত হাসি। হাতে ভোটার কার্ডটা ধরা। আর এ ভাবেই যেন তিনি বার্তা দিতে চাইলেন, গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করা জরুরি।
শুধু ফেনিই নন, এমন দৃষ্টান্তও ওই দিন ধরা পড়েছে ভারুচের বহুমলিতে সেখানে এক নবদম্পতিকে বিয়ের পোশাকেই ভোটকেন্দ্রে হাজির হতে দেখা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy