‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী।— ফাইল ছবি।
এ বার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এও উঠে এল জিএসটি প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর দাবি, এই নয়া কর নীতি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে বদলে দিয়েছে।
জিএসটি প্রসঙ্গে এ দিন মোদী বলেন, ‘‘এই নয়া কর কাঠামো দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’’ পাশাপাশি, জিএসটি দেশকে দুর্নীতি মুক্ত করতে কার্যকর পদক্ষেপ করবে বলেও দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বহু মানুষ জিএসটি সম্পর্কে মতামত দিয়ে চিঠি লিখেছেন তাঁকে। কোনও গরিব মানুষ যখন চিঠি লিখে তাঁকে জানান, জিএসটির ফলে রোজকার জিনিসপত্রের দাম কমেছে, তাঁর অত্যন্ত আনন্দ হয় বলেও জানান মোদী। জিএসটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র-রাজ্য সহযোগিতার উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বিজেপিকে খোঁচা দিয়ে টুইট শরদের, ঘরেই অস্বস্তির মুখে নীতীশ
মোদীর এ দিন বক্তব্যে ছিল জিএসটি অ্যাপের প্রসঙ্গও। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘উত্তর-পূর্ব বা কোনও দুর্গম এলাকার সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমে জিএসটি বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।’’ অ্যাপে নজর রাখলেই জিএসটি বিষয়ে যে কোনও প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এ দিন ছিল প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ৩৪ তম পর্ব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy