গুগলে চাকরির ভুয়ো খবর ছড়িয়ে খবরের শিরোনামে হর্ষিত শর্মা। ছবি: সংগৃহীত।
এক কোটি চুয়াল্লিশ লাখ টাকা মাইনের চাকরি! তা-ও আবার গুগ্লে!
খবরটা শুনেই হর্ষিত শর্মাকে অভিনন্দন জানিয়েছিল চণ্ডীগড় সরকারের জনসংযোগ বিভাগ। চাকরির নিয়োগপত্রও প্রকাশ্যে আনে সদ্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ওই ছাত্র। তার পরেই খবরটা ফলাও করে বেরোয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু বেলুনে আলপিন বেঁধার মতো করে বুধবার গুগ্ল জানিয়ে দিল, হর্ষিতকে নিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। শুধু তাই নয়, এমন ভাবে পড়ুয়াদের চাকরি দেওয়ার কোনও নিয়মও গুগ্লের নেই।
আরও পড়ুন: ৬৪-তে ফের সন্তান এল কোলে!
গত দু’দিন ধরেই দেশীয় সংবাদমাধ্যমগুলি সরগরম চণ্ডীগড়ের বাসিন্দা বছর ১৬-র কিশোর হর্ষিত শর্মাকে নিয়ে। নিজের ডিজাইন করা কিছু পোস্টার পাঠিয়ে গুগ্ল থেকে আকর্ষণীয় বেতনের চাকরি পেয়েছে বলে সম্প্রতি দাবি করে ওই কিশোর। সেই সূত্রে খুব শীঘ্রই আমেরিকা যাত্রা করার কথাও বলে সে। গত ২৯ জুলাই চণ্ডীগড় সরকার তাকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি পেশ করে।
দেখুন সেই ভুয়ো ‘নিয়োগপত্র’
আরও পড়ুন: সাড়ে ১১ লক্ষ প্যান কার্ড বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র
চণ্ডীগড়ের সেক্টর ৩৩-এর গভর্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র হর্ষিত শর্মা হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা। বর্তমানে আইটি নিয়ে পড়াশোনা করছে সে। হর্ষিত সে দিন জানিয়েছিল, ‘‘গুগ্লে চাকরি পেয়েছি। স্বপ্ন সত্যি হল।’’ তার দাবি, গুগ্লে চাকরির জন্য সে অনলাইনে খোঁজখবর করছিল। গত মে মাসে নিজের ডিজাইন করা সমস্ত পোস্টার ‘গুগ্ল লিঙ্ক’-এর মাধ্যমে পাঠায় সে। সেই সমস্ত পোস্টার দেখেই নাকি তাকে নির্বাচন করে গুগ্ল। গুগ্লের একটি স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাকে এক বছরের একটি প্রশিক্ষণ দেওয়ার কথাও বলে সে। প্রশিক্ষণের সময় ৪ লক্ষ টাকা করে স্টাইপেন্ড! প্রশিক্ষণ শেষে প্রতি মাসে হর্ষিতের ঝুলিতে নাকি ঢুকবে ১২ লক্ষ টাকা! অর্থাৎ বছরে মোট ১ কোটি ৪৪ লক্ষ টাকা।
কিন্তু গোটাটাই যে ভুয়ো, তা হর্ষিতের ‘আত্মবিশ্বাস’-এর চোটে ধরাই যায়নি।
স্কুলের তরফ থেকে দেওয়া হয় এই শংসাপত্র
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy