ছবি: সংগৃহীত।
তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে দেশের প্রথম পুলিশকর্মী হতে পারতেন তিনি। কিন্তু, সরকারি ফাঁসেই তা আটকা পড়ে যায়। বছর দুয়েকের আইনি লড়াইয়ের পর অবশেষে তাঁর স্বপ্নপূরণ হতে চলেছে গঙ্গা কুমারীর। দেশের মধ্যে না হলেও রাজস্থানের প্রথম তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে মঙ্গলবার কনস্টেবলের চাকরিতে যোগ দিলেন জালোর জেলার রানিওয়াড়ার বাসিন্দা গঙ্গা।
২০১৫ সালে রাজ্য পুলিশের কনস্টেবলের ১১ হাজার ৪০০টি শূন্যপদের জন্য পরীক্ষা হয়। সে পরীক্ষায় বসেছিলেন গঙ্গা। তাতে কৃতকার্যও হয়েছিলেন। কিন্তু, লিখিত পরীক্ষার পর মেডিক্যাল টেস্টের রিপোর্টেই আটকে যায় তাঁর নিয়োগ। মেডিক্যাল টেস্টে জানা যায়, গঙ্গা পুরুষ বা মহিলা নন। বরং বৃহণ্ণলা। সে রিপোর্ট পাঠানো হয় জালোর জেলা পুলিশ কার্যালয়ে। সেখান থেকে তা পাঠিয়ে দেওয়া হয় জোধপুর রেঞ্জের আইজিপি-তে। সেখান থেকে তাঁর ফাইল যায় রাজ্য পুলিশের সদর দফতরে। ২০১৫-র জুলাই থেকে তা রাজ্যের স্বরাষ্ট্র দফতরে লালফিতের ফাঁসেই আটকে ছিল। কারণ, ওই রিপোর্ট দেখে গঙ্গাকে নিয়োগপত্র দিতে অস্বীকার করে রাজ্য পুলিশ দফতর। বেশ টালবাহানার পর দফতর থেকে গঙ্গাকে জানানো হয়, এ বিষয়ে সরকারি নিয়ম নিয়েই বিস্তর ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন
বিশ্ব বাংলা: দাবি তুলে নিলেন অভিষেক, স্বত্ব পেতে মরিয়া রাজ্য
ছাত্র সংগঠনকে ভিত করে হিমাচল প্রদেশে লাল পতাকা তুলছে সিপিএম
সভায় কেন এলেন না শুভ্রাংশু, জল্পনা তুঙ্গে
এর পর বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি লড়াইতে নামার সিদ্ধান্ত নেন গঙ্গা। রাজস্থান হাইকোর্টে মামলা রুজু করেন তিনি। সোমবার সেই মামলাতে জয়ের মুখ দেখেন গঙ্গা। বিচারপতি দীনেশ মেহতা একে ‘লিঙ্গবৈষম্য’-এর উদাহরণ হিসেবে উল্লেখ করে নির্দেশ দেন, রায় ঘোষণার ছ’সপ্তাহের মধ্যে গঙ্গা কুমারীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগপত্র দিতে হবে। সেই সঙ্গে তাঁকে ২০১৫ থেকে কনস্টেবল পদের যাবতীয় সুযোগসুবিধাও দিতে হবে।
মামলার শুনানির সময় গঙ্গা কুমারির আইনজীবী রীতুরাজ সিংহ জানিয়েছেন, ২০১৩-তে দেশের মধ্যে প্রথম কোনও তৃতীয় লিঙ্গের মানুষ পুলিশের চাকরির পরীক্ষায় কৃতকার্য হয়েছিলেন। কিন্তু, তা সত্ত্বেও সে সময় কনস্টেবল হতে পারেননি তিনি।
তবে আদালতের রায়ের পর উচ্ছ্বসিত বছর চব্বিশের গঙ্গা কুমারী বলেন, “আজ খুব আনন্দ হচ্ছে যে অবশেষে আমার এত দিনের লড়াই শেষ হল। তবে রূপান্তরকামী হিসেবে দেশের প্রথম কনস্টেবল না হওয়ায় কোথাও একটা খেদ থেকেই যাবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy