Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর ছোড়ায় ধৃত চার

এর আগে ওই ঘটনায় জড়িত সন্দেহে একটি বিস্কুট সংস্থার ট্রাকের চালক পবিত্র ক্ষত্রিয় ও খালাসি রাকেশ হাজোয়ারকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল পুলিশ। ট্রাকের মালিক ও ধৃতদের পরিবারের সদস্যরা দাবি করে আসছিলেন, ধৃতরা ওই ঘটনায় জড়িত নন।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ০৩:৪১
Share: Save:

শেষ পর্যন্ত গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর ছোড়ার ঘটনায় ধৃত ট্রাকচালক ও খালাসিকে নির্দোষ বলে মেনে নিল পুলিশ। ওই ঘটনায় জড়িত সন্দেহে চার কলেজ ছাত্রকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করেছে পুলিশ। যুগ্ম কমিশনার দিগন্ত বরার নেতৃত্বে ঘটনার তদন্ত চলছিল। তদন্তে জানা গিয়েছে, ১০ অক্টোবর রাতে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বাস লক্ষ করে পাথর ছোড়ে চার বন্ধু— মনোজ মেধি, মংলু রাই, অপূর্ব শর্মা ও মন্টু কলিতা। ডিজিপি মুকেশ সহায় জানান, শনিবার দু’জন এবং রবিবার দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দোষ স্বীকার করেছে তারা।

মনোজ মেধি গুয়াহাটি কলেজের ছাত্র। পাথর সেই মারে। ধৃতদের মধ্যে তিন জন গড়চুক ও এক জন রঙিয়ার বাসিন্দা। সহায় জানান, ১০ অক্টোবর মংলুর বাড়িতে মদ এবং রাতের খাবার খেতে খেতে খেলা দেখে চার জন। ভারত হেরে যাওয়ায় হতাশায় বাড়ি থেকে বেরিয়ে তারা বামুনপাড়া চকে একটি দোকানের সামনে বসেছিল। তখনই অস্ট্রেলিয়ার বাস আসতে দেখে মনোজ ও মন্টু পাথর তুলে নেয়। বাস লক্ষ করে পাথর ছোড়ে মনোজ। বাসের কাচ ভাঙার পরে তারা ঘটনাস্থল থেকে পালায়।

আরও পড়ুন:চিকিৎসা করতে জেলে যাবেন তলোয়ার দম্পতি

এর আগে ওই ঘটনায় জড়িত সন্দেহে একটি বিস্কুট সংস্থার ট্রাকের চালক পবিত্র ক্ষত্রিয় ও খালাসি রাকেশ হাজোয়ারকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল পুলিশ। ট্রাকের মালিক ও ধৃতদের পরিবারের সদস্যরা দাবি করে আসছিলেন, ধৃতরা ওই ঘটনায় জড়িত নন।

রবিবার ডিজিপি ও পুলিশ কমিশনারও স্বীকার করে নিয়েছেন, পাথর ছোড়ার ঘটনায় রাকেশ ও পবিত্র জড়িত নন। কিন্তু তাঁদের বিরুদ্ধে পুলিশ বিভিন্ন ধারায় মামলা রুজু করায় দু’জনে জেলে বন্দি। সহায় জানান, তাঁরা আদালতে বিষয়টি জানাবেন। পুলিশের ভুলে দু’জনের যে হেনস্থা হলো, তার জন্য ক্ষতিপূরণের কথাও বিবেচনা করা হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE