Advertisement
২৩ অক্টোবর ২০২৪

বহু শিশুর প্রাণ বাঁচিয়েও ‘নায়ক’ কাফিল সাসপেন্ড!

যোগী সরকারের এই সিদ্ধান্তে স্তম্ভিত প্রায় সকলেই। বিরোধীদের অভিযোগ, ‘ধর্মীয় পরিচয়ের কারণেই এ ভাবে হেনস্থা করা হল ওই চিকিৎসককে’। এই সিদ্ধান্ত যোগী সরকারের প্রকৃত চেহারা তুলে ধরল বলেও টুইটার-ফেসবুকে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে।

কাফিল খান

কাফিল খান

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও গোরক্ষপুর শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৪:১৮
Share: Save:

এক-দু’জন নয়। নিজের পকেট থেকে টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে এনে বহু শিশুর প্রাণ বাঁচিয়ে সকলের চোখের মণি হয়ে উঠেছিলেন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ কাফিল খান। রোগীদের পরিজন থেকে জাতীয় সংবাদমাধ্যম— তাঁর ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সকলেই। অক্সিজেনের অভাবে ৩০ শিশুর মৃত্যুর ঘটনায় ‘দোষীদের কঠোরতম সাজার’ আশ্বাস দেওয়ার অল্প পরেই সেই কাফিল খানকে রাতারাতি বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালের এনসেফ্যালাইটিস ওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে দিল যোগী আদিত্যনাথ সরকার। তাঁর বিরুদ্ধে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: অক্সিজেন নিয়ে দুর্নীতি চক্রের হদিস গোরক্ষপুরে

যোগী সরকারের এই সিদ্ধান্তে স্তম্ভিত প্রায় সকলেই। বিরোধীদের অভিযোগ, ‘ধর্মীয় পরিচয়ের কারণেই এ ভাবে হেনস্থা করা হল ওই চিকিৎসককে’। এই সিদ্ধান্ত যোগী সরকারের প্রকৃত চেহারা তুলে ধরল বলেও টুইটার-ফেসবুকে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে।

পাল্টা অভিযোগও উঠছে। প্রাইভেট প্র্যাকটিস করা ছাড়াও তিনি সমাজবাদী পার্টির সমর্থক এবং অখিলেশ সিংহ যাদবের ঘনিষ্ঠ বলে অভিযোগ অনেকেরই। সে দিন এক বন্ধুর নার্সিংহোম থেকে তুলে এনেছিলেন অক্সিজেন সিলিন্ডার। অনেকে বলছেন, ওই নার্সিংহোমটি কাফিলের নিজেরই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE