Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Defence Ministry

আহত-নিহত জওয়ানের সন্তানদের পড়াশোনার টাকার ঊর্ধ্বসীমা তুলে দিতে আবেদন

আহত বা নিহত জওয়ানদের সন্তানেরা যাতে নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সে জন্য ১৯৭২ সাল থেকে অর্থ সাহায্যের প্রকল্প চালু করেছিল কেন্দ্র।

নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৩
Share: Save:

যুদ্ধক্ষেত্রে নিহত বা গুরুতর আঘাতের ফলে শারীরিক ভাবে অক্ষম হয়ে যাওয়া সেনা জওয়ানদের সন্তানদের পড়াশোনার জন্য প্রতি মাসে আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থ সাহায্য পেয়ে থাকে সেই সব জওয়ানদের সন্তানেরা। এ বার সেই ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার জন্য অর্থ মন্ত্রককে অনুরোধ জানালেন স্বয়ং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আহত বা নিহত জওয়ানদের সন্তানেরা যাতে নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সে জন্য ১৯৭২ সাল থেকে অর্থ সাহায্যের প্রকল্প চালু করেছিল কেন্দ্র। ঘোষণা করা হয়েছিল, শহিদ বা শারীরিক ভাবে অক্ষম সেনাকর্মীদের ছেলে-মেয়েরা স্কুল, কলেজ ও অন্য পেশাদার শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনা খরচায় পড়াশোনা করতে পারবে।

এত দিন এই প্রকল্প চলার পর গত বছর তাতে ছেদ পড়ে। গত ১ জুলাই কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এই প্রকল্পে সরকারি সাহায্যের পরিমাণ মাসে ১০ হাজার টাকার বেশি পাওয়া যাবে না। কেন্দ্রের এই ঘোষণার পর অসন্তোষ তৈরি হয় সেনাবাহিনীর তিন শাখাতে।

আরও পড়ুন: প্রতিবেশীদের ক্ষেত্রে ডোভাল কি ডোবালেন

স্থল, নৌ ও বায়ুসেনা প্রধানদের নিয়ে গঠিত ‘চিফ অব স্টাফ কমিটি’ও এ বিষয়ে অসন্তোষ জানায়। অসন্তোষ জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে চিঠিও দেওয়া হয়। ঊর্ধ্বসীমা প্রত্যাহারের আবেদন জানানো হয়। সেনা সূত্রে দাবি করা হয়, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বহু ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ঘাঁটির সুরক্ষায় ১৪৮৭ কোটি

সেই অনুরোধের প্রেক্ষিতেই প্রতিরক্ষামন্ত্রী অর্থমন্ত্রকের কাছে তাদের সিদ্ধান্ত বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আশা প্রকাশ করা হয়েছে, শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত শোনাবে অর্থমন্ত্রক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE